UPSC

ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হতে চান? বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা

সার্ভার স্লো হওয়ার কারণে সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৩ ১৪:২৯
ইউপিএসসি।

ইউপিএসসি। প্রতীকী ছবি।

২০২৩-এর ডিফেন্স অ্যাকাডেমি এগজাম (এনডিএ) এবং কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস এগজাম (সিডিএস)-এ আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। সার্ভার স্লো হওয়ার কারণে সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)। আগে ১০ জানুয়ারির মধ্যে আবেদন-প্রক্রিয়া সম্পন্ন করতে হত। এখন ১২ জানুয়ারি ২০২৩ সন্ধে ৬টার মধ্যে সম্পন্ন করতে হবে আবেদন-প্রক্রিয়া।

প্রায় ৩৯৫টি শূন্যপদের জন্য এনডিএ ১ (জানুয়ারি মাসের কোর্সকে এনডিএ ১ বলে) এবং প্রায় ৩৪১টি শূন্যপদের জন্য সিডিএস ১-এর পরীক্ষার আবেদন-প্রক্রিয়া শুরু হয়েছিল। ২০২৩-এর ১৬ এপ্রিলে এই দু’টি পরীক্ষারই আয়োজন করবে ইউপিএসসি।

Advertisement

আবেদন-প্রক্রিয়া:

  • ইচ্ছুক প্রার্থীদের প্রথমে ইউপিএসসি-র ওয়েবসাইটে (upsc.gov.in) যেতে হবে।
  • হোমপেজ থেকে ‘অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক’-এ ক্লিক করতে হবে।
  • এর পর 'অনলাইন ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর এগজামিনেশনস' লিঙ্কে ক্লিক করতে হবে। প্রয়োজনীয় তথ্য পূরণ করে রেজিস্ট্রেশন করতে হবে।
  • রেজিস্ট্রেশন হয়ে গেলে, প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ ইন করতে হবে ইউপিএসসি এনডিএ ও সিডিএস ১-এর সংশ্লিষ্ট আবেদনপত্রের লিঙ্কে।
  • এর পর প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে এবং স্ক্যান করা প্রয়োজনীয় নথি জমা করতে হবে।পরবর্তী ধাপে আবেদনের জন্য বরাদ্দ টাকা জমা করে সাবমিট করতে হবে।
  • আবেদনপত্র জমা হয়ে গেলে, পরবর্তী প্রয়োজনের জন্য ডাউনলোড করে প্রিন্ট নিয়ে রাখতে পারেন।

ইচ্ছুক প্রার্থীরা এই বিষয়ে প্রয়োজনীয় যোগ্যতা এবং বিস্তারিত তথ্য জানতে ইউপিএসসি-র ওয়েবসাইটটি দেখুন upsc.gov.in।

আরও পড়ুন
Advertisement