UPSC Exam

ইউপিএসসি-এর ইএসআইসি ডেপুটি ও অন্যান্য পদের চাকরির ফলপ্রকাশ

২১ তারিখ ইউপিএসসি তাদের সরকারি ওয়েবসাইটে ডেপুটি ডিরেক্টর পদের জন্য চাকরির ফল প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা সরকারি ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট দেখতে পারেন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২২ ২২:০৯
চাকরির পরীক্ষার ফলপ্রকাশ

চাকরির পরীক্ষার ফলপ্রকাশ সংগৃহীত ছবি

২১ তারিখ ইউপিএসসি তাদের সরকারি ওয়েবসাইটে ডেপুটি ডিরেক্টর পদের জন্য চাকরির ফল প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা সরকারি ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট দেখতে পারেন।

এই ফলাফলের উপর ভিত্তি করে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অন্তর্ভুক্ত ইএসআইসি-র ডেপুটি ডিরেক্টর পদে নিয়োগ করা হবে।

Advertisement

১৫১টি শূন্যপদে ১৭ জুলাই এই চাকরির পরীক্ষাটি আয়োজিত হয়। কমিশনের পক্ষ থেকে ৪৫০ জন প্রার্থীর বাছাই তালিকা প্রকাশ করা হয়েছে। যোগ্যতার মাপকাঠি পূরণ হলে প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।


পরীক্ষার্থীরা চাকরির ফলাফল কী ভাবে দেখবেন?

১. পরীক্ষার্থীদের প্রথমেই ইউপিএসসি-এর সরকারি ওয়েবসাইট-https://upsc.gov.in/- এ যেতে হবে।

২. এর পর স্ক্রিনে ‘হোয়াটস নিউ’ সেক্শনে গিয়ে ‘রিটেন এগ্জাম ১৫১ পোস্টস অফ ডেপুটি ডিরেক্টর ইন ইএসআইসি’ লিঙ্কটিতে ক্লিক করতে হবে।

৩. লিঙ্কটি খুললে একটি পিডিএফ ডকুমেন্ট খুলবে। সেখানে নিজের রোল নম্বর দিয়ে খুঁজলেই ফলাফল দেখতে পাওয়া যাবে।

৪. ফলাফলের একটা প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন পরীক্ষার্থীরা, ভবিষ্যতের সুবিধার্থে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement