UGC NET

১১ অক্টোবরের নেট পরীক্ষার ‘সিটি ইন্টিমেশন স্লিপ’ প্রকাশ করল ইউজিসি

জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ) ১১ অক্টোবরের ইউজিসি নেট পরীক্ষার ‘সিটি ইন্টিমেশন স্লিপ’ প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা ইউজিসি-র সরকারি ওয়েবসাইট থেকে এই স্লিপটি ডাউনলোড করে নিতে পারবেন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২২ ১৫:৪১
ইউজিসি নেট পরীক্ষার ‘সিটি ইন্টিমেশন স্লিপ’ প্রকাশ

ইউজিসি নেট পরীক্ষার ‘সিটি ইন্টিমেশন স্লিপ’ প্রকাশ সংগৃহীত ছবি

জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ) ১১ অক্টোবরের ইউজিসি নেট পরীক্ষার ‘সিটি ইন্টিমেশন স্লিপ’ প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা ইউজিসি-র সরকারি ওয়েবসাইট- ugcnet.nta.nic.in থেকে এই স্লিপটি ডাউনলোড করে নিতে পারবেন।

এই ‘সিটি ইন্টিমেশন স্লিপ’টি যে অ্যাডমিট কার্ডের বিকল্প নয়, সেটিও এনটিএ তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এই স্লিপটির মাধ্যমে পরীক্ষার্থীরা জানতে পারবেন, তাঁদের পরীক্ষাকেন্দ্রটি কোন শহরে পড়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, বাকি বিষয়ের পরীক্ষার ‘সিটি ইন্টিমেশন স্লিপ’ও যথা সময়ে এনটিএ-র ওয়েবসাইটে দেখা যাবে।

Advertisement

পরীক্ষার্থীরা কী ভাবে ‘সিটি ইন্টিমেশন স্লিপ’টি ডাউনলোড করবেন?

১. প্রথমেই ইউজিসি নেট-এর সরকারি ওয়েবসাইট-ugcnet.nta.nic.in-এ যেতে হবে।

২. এ বার হোমপেজে ‘ইউজিসি নেট ২০২২ সিটি ইন্টিমেশন স্লিপ’ ডাউনলোড করার জন্য লিঙ্কটিতে ক্লিক করতে হবে।

৩. এর পর লগ ইন ডিটেলসে ইউজিসি নেট-এর অ্যাপ্লিকেশন নম্বর ও জন্মতারিখ দিয়ে ‘সাবমিট’-এ ক্লিক করতে হবে।

৪. এ বার লগ ইন করলেই স্ক্রিনে ‘সিটি ইন্টিমেশন স্লিপ’টি দেখা যাবে, যেটি পরীক্ষার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ডাউনলোডও করে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন