Subodh Sen Smriti Dirstihin Vidyalaya

আলিপুরদুয়ারের দৃষ্টিহীন বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ, জেনে নিন আবেদন পদ্ধতি

আবেদনের জন্য ৩৫ বছরের মধ্যে বয়স হওয়া প্রয়োজন। নিয়োগের পর বেতন দেওয়া হবে প্রতি মাসে ৩৩,৪০০ টাকা থেকে ৮৬,১০০ টাকা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:১১
আলিপুরদুয়ার।

আলিপুরদুয়ার। ছবি: সংগৃহীত।

আলিপুরদুয়ারের সুবোধ সেন স্মৃতি দৃষ্টিহীন বিদ্যালয়ে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে আলিপুরদুয়ারের ডিসট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

স্বল্প সময়ের জন্য সহকারী শিক্ষক নিয়োগ করা হবে। আবেদনের জন্য ৩৫ বছরের মধ্যে বয়স হওয়া প্রয়োজন। কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। স্বীকৃত প্রতিষ্ঠান দ্বারা প্রাপ্ত দৃষ্টিহীন ব্যক্তিদের পড়ানোর শংসাপত্র থাকতে হবে। নিয়োগের পর বেতন দেওয়া হবে প্রতি মাসে ৩৩,৪০০ টাকা থেকে ৮৬,১০০ টাকা।

Advertisement

আবেদন প্রক্রিয়া:

ইচ্ছুক প্রার্থীকে প্রথমে alipurduar.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে। হোমপেজ থেকে ‘রিক্রুটমেন্টে’ যেতে হবে। এর পর সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। পূরণ করা আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। ১০ এপ্রিল ’২৩ দুপুর ৩টের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে এই ওয়েবসাইটটি দেখুন— alipurduar.gov.in।

Advertisement
আরও পড়ুন