St. Xaviers University Kolkata

কলকাতার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় কলকাতায় এই পদগুলিতে আবেদন জানানোর শেষ দিন ২০২৩-এর ১ জানুয়ারি, বিকেল ৫ টা পর্যন্ত।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ২২:৪৪
সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়।

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

কলকাতার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় শিক্ষক ও অশিক্ষক পদে একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের সরকারি ওয়েবসাইট https://www.sxuk.edu.in/recruitments_notice-এ গিয়ে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।

এই নিয়োগের ব্যাপারে নানা তথ্য এ বার সংক্ষেপে দেখে নেওয়া যাক।

Advertisement

পদ:

১.প্রফেসর

২. অ্যাসিস্ট্যান্ট প্রফেসর

৩. অ্যাসোসিয়েট প্রফেসর

৪. অ্যাকাউন্টস অফিসার

৫.সিকিউরিটি অফিসার

৬. লাইব্রেরিয়ান

৭. কম্পিউটার প্রোগ্রামার

কোথায় নিয়োগ:

কমার্স ও ম্যানেজমেন্ট, হিউম্যানিটিজ় ও সমাজবিদ্যা, বিজ্ঞান, বাণিজ্য স্কুল, আইন স্কুল।

বয়ঃসীমা:

১.অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে ৪৫ বছর

২. অ্যাসোসিয়েট প্রফেসর পদে ৫০ বছর ও প্রফেসর

৩.লাইব্রেরিয়ান পদে ৫৫ বছর

৪. অ্যাকাউন্টস অফিসার পদে ৪০ থেকে ৫০ বছর

৫. সিকিউরিটি অফিসার ৪৫ থেকে ৫০ বছর

৬.কম্পিউটার প্রোগ্রামার পদে ৩০ থেকে ৪০ বছর

বেতন কাঠামো:

১.প্রফেসর পদে ১,৪৪,২০০ টাকা

২.অ্যাসোসিয়েট প্রফেসর পদে ১,৩১,৪০০ টাকা

৩. অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে ৫৭,৭০০ টাকা

৪. লাইব্রেরিয়ান পদে ১,৩১,৪০০ টাকা

৫. অ্যাকাউন্টস অফিসার পদে ৫৭,৭০০ টাকা

৬. সিকিউরিটি অফিসার পদে ৪০,০০০ টাকা

৭.কম্পিউটার প্রোগ্রামার পদের বেতন আলোচনার মাধ্যমে ঠিক করা যাবে।

নির্বাচন প্রক্রিয়া:

আবেদনকারীদের যোগ্যতা যাচাইয়ের জন্য লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ অথবা শুধু ইন্টারভিউ প্রক্রিয়ার আয়োজন করা হবে এবং তার পর নির্বাচিত প্রার্থীদের নিযুক্ত করা হবে।

আবেদন জানানোর শেষ দিন:

এই পদগুলিতে আবেদন প্রক্রিয়াটি অনলাইনেই সম্পন্ন হবে। পদগুলিতে আবেদন জানানোর শেষ দিন ২০২৩-এর ১ জানুয়ারি, বিকেল ৫ টা পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া:

অনলাইন আবেদন জানানোর পর সেই আবেদনপত্রটি প্রিন্ট আউট করে অন্যান্য প্রয়োজনীয় নথি সহ রেজিস্ট্রারের কাছে পাঠাতে হবে ২০২৩-এর ৪ জানুয়ারি বিকেল ৫ টার মধ্যে। যে ঠিকানায় এই নথিগুলি পাঠাতে হবে, সেটি হল: দ্য রেজিস্ট্রার, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি, কলকাতা, প্রেমিসেস নম্বর ৩বি-১, অ্যাকশন এরিয়া-৩বি, পিএস-নিউ টাউন, কলকাতা-৭০০১৬০।

Advertisement
আরও পড়ুন