SBI

এসবিআই পিও পদের জন্য ১৬৭৩ শূন্যপদের ঘোষণা করেছে, জেনে নিন আরও কিছু জরুরি তথ্য

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রবেশনারি অফিসার পদে ১৬৭৩ শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে।পরীক্ষায় আবেদনের জন্য অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে জানানো হয়েছে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২২ ১৫:১০
SBI PO Recruitment notification

SBI PO Recruitment notification সংগৃহীত ছবি

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রবেশনারি অফিসার পদে ১৬৭৩ শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। পরীক্ষায় আবেদনের জন্য অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে জানানো হয়েছে।

এসবিআই পিও পদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ দিনক্ষণগুলি হল—

Advertisement

অনলাইন রেজিস্ট্রেশন ও রেজিস্ট্রেশনের সময় ভুল হলে পরিবর্তন করা যাবে: ২২ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবরের মধ্যে।

আবেদনপত্রের জন্য বরাদ্দ মূল্য জমা করা যাবে: ২২ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবরের মধ্যে।

প্রিলিমিনারি পরীক্ষার প্রথম পর্যায়ের ‘কল লেটার’ পাওয়া যাবে: ডিসেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে।

অনলাইন প্রিলিমিনারি পরীক্ষাটি হবে: ১৭ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে।

প্রিলিমিনারি পরীক্ষার ফলঘোষণা হবে: ২০২৩-এর জানুয়ারিতে।

দ্বিতীয় পর্যায়ের মেইন পরীক্ষার অ্যাডমিট কার্ড পাওয়া যাবে: ২০২৩-এর জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে।

অনলাইনে মেইন পরীক্ষাটি হবে: ২০২৩-এর জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে।

মেইন পরীক্ষার ফলঘোষণা হবে: ২০২৩-এর ফেব্রুয়ারি মাসে।

তৃতীয় পর্যায়ের অ্যাডমিট কার্ড পাওয়া যাবে: ২০২৩-এর ফেব্রুয়ারি মাসে।

সাইকোমেট্রিক টেস্ট, ইন্টারভিউ ও গ্রুপের পরীক্ষাটি হবে: ২০২৩-এর ফেব্রুয়ারি/মার্চ মাসে।

চূড়ান্ত ফলঘোষণা হবে: ২০২৩-এর মার্চ মাস থেকে।

এসবিআই পিও পদের জন্য আবেদন জানাবেন কী ভাবে?

১. প্রথমেই https://ibpsonline.ibps.in/sbiposep22/- এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে।

২. এর পর ‘নিউ রেজিস্ট্রেশন’-এ ক্লিক করতে হবে।

৩. এ বার আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেলে প্রয়োজনীয় সমস্ত তথ্য দিতে হবে এবং নথিগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।

৪. অ্যাপ্লিকেশন ফর্মের এক দিকের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার পর, অন্য দিকে সমস্ত ব্যক্তিগত তথ্য ও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত তথ্য পূরণ করতে হবে।

৫. যদি কোনও পরীক্ষার্থী সংরক্ষিত ক্যাটেগরির হন, তিনি পরীক্ষার আগে ‘প্রি এগজাম ট্রেনিং’-এর অপশনটি বেছে নিতে পারেন।

৬. এ বার অ্যাপ্লিকেশন ফর্মটি জমা দিয়ে আবেদনের জন্য বরাদ্দ মূলটিও জমা করে দিতে হবে।

৭. পরীক্ষার্থীরা আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন ভবিষ্যতের সুবিধার্থে।

এসবিআই পিও পদের জন্য বাছাই প্রক্রিয়া:

এসবিআই প্রবেশনারি অফিসার পদে নিয়োগ প্রক্রিয়াটি তিনটি ধাপে হয়—

১. প্রিলিমিনারি পরীক্ষা

২. মেইন পরীক্ষা

৩. গ্রুপ ডিসকাশন/ইন্টারভিউ

আরও পড়ুন
Advertisement