পরীক্ষার ফলপ্রকাশ সংগৃহীত ছবি
ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল (আইবিপিএস) ২১ সেপ্টেম্বর আইবিপিএস ক্লার্ক ২০২২ -এর প্রিলিমস পরীক্ষার ফল ঘোষণা করেছে। পরীক্ষার্থীরা আইবিপিএস-এর সরকারি ওয়েবসাইটে তাঁদের ফল দেখতে পারবেন।
পরীক্ষার্থীরা এই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন কি না সেই খবর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য এই রেজাল্ট দেখে জেনে নিতে পারেন। যাঁরা এই পরীক্ষায় পাশ করবেন, তাঁরা আইবিপিএস ক্লার্ক-এর মূল পরীক্ষায় বসতে পারবেন। আশা করা যায়, এই মূল পরীক্ষাটি আগামী ৮ অক্টোবর আয়োজিত হবে।
কী ভাবে রেজাল্ট দেখবেন?
১. প্রথমেই আইবিপিএস-এর সরকারি ওয়েবসাইট -https://www.ibps.in/-এ যেতে হবে।
২. এর পর হোমপেজে 'সিআরপি ক্লার্ক' লেখাটিতে ক্লিক করতে হবে।
৩. এ বার 'সিআরপি ফর ক্লেরিক্যাল ক্যাডার ১২' লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
৪. এখানে লগ-ইন ডিটেলস দিলেই রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা।
৫. সমস্ত তথ্য সঠিক ভাবে যাচাই করে নিয়ে এর পর শিক্ষার্থীরা রেজাল্টটি ডাউনলোড করে নিজের কাছে প্রিন্ট করে রাখতে পারেন ভবিষ্যতের সুবিধার্থে।
এই রেজাল্টে পরীক্ষার্থীদের ব্যাপারে নানা রকম গুরুত্বপূর্ণ তথ্য থাকে, যেমন- পরীক্ষার্থীর নাম, রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, জন্মদিন ও যোগ্যতা। এই পরীক্ষার মার্কশিট বা স্কোরকার্ডটি আগামী ২৭ সেপ্টেম্বর পরীক্ষা নিয়ামকদের দ্বারা প্রকাশিত হবে বলে মনে করা হচ্ছে।