সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগে উচ্চপদস্থ আমলা নিয়োগের জন্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) সিভিল সার্ভিস পরীক্ষা (সিএসই) আয়োজিত হয়। এই পরীক্ষায় দেশের বিভিন্ন প্রান্তের আগ্রহী পড়ুয়ারা অংশগ্রহণ করে থাকেন। পড়ুয়াদের পরীক্ষার প্রস্তুতিতে সহযোগিতা করতে রাজ্যের তরফে পরীক্ষা প্রস্তুতির জন্য বিশেষ কোর্স করানো হবে। কোর্সের ক্লাস হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারে।
প্রসঙ্গত, এই প্রতিষ্ঠানের তরফে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস), ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস), ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস) অফিসার-সহ একাধিক পদের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষার প্রস্তুতির জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়ে থাকে। বর্তমানে অফলাইনে প্রিলিমস্, মেনস এবং একাধিক মক টেস্টের প্রস্তুতির জন্য ১০ মাসের একটি বিশেষ কম্পোজ়িট কোর্স করানো হবে।
আগ্রহীদের অংশগ্রহণের জন্য ১,০০০ টাকা কোর্স ফি হিসাবে জমা দিতে হবে। তবে এই কোর্সটি শুধু মাত্র ইউপিএসসি সিএসই-এর প্রিলিমসে উত্তীর্ণ পরীক্ষার্থীরাই করার সুযোগ পাবেন। প্রার্থীদের ৪ মে অ্যাডমিশন টেস্টের মাধ্যমে যোগ্যতা নির্ণয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যাডমিশন টেস্ট ফি হিসাবে ১০০ টাকা ধার্য করা হয়েছে। সমস্ত ফি জমা দেওয়ার জন্য প্রার্থীরা অনলাইন মাধ্যমও ব্যবহার করতে পারবেন।
আবেদনের জন্য সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারের ওয়েবসাইটে গিয়ে একটি নির্দিষ্ট লিঙ্কে প্রবেশ করতে হবে। ওই লিঙ্কে থাকা একটি ফর্ম পূরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এর পর বাছাই করা প্রার্থীদের সঙ্গে প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে নেওয়া হবে। ২১ এপ্রিল বিকেল ৩টের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আরও তথ্য জেনে নিতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।