Staff Selection Commission

এসএসসি স্টেনোগ্রাফার গ্রুপ সি ও ডি-এর চূড়ান্ত ফল প্রকাশ

রেজাল্টটি এসএসসি-এর সরকারি ওয়েবসাইট-https://ssc.nic.in/-এ গিয়ে দেখতে পাবেন পরীক্ষার্থীরা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২২ ১৯:১৩
এসএসসি স্টেনোগ্রাফার গ্রুপ সি ও ডি-এর প্রকাশ

এসএসসি স্টেনোগ্রাফার গ্রুপ সি ও ডি-এর প্রকাশ সংগৃহীত ছবি

সোমবার স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) স্টেনোগ্রাফার পরীক্ষার (২০২০) ফল প্রকাশ করেছে। রেজাল্টটি এসএসসি-এর সরকারি ওয়েবসাইট-https://ssc.nic.in/-এ গিয়ে দেখতে পাবেন পরীক্ষার্থীরা। পরীক্ষাটি গ্রুপ সি ও গ্রুপ ডি-এর দক্ষতা যাচাইয়ের জন্য আয়োজন করা হয়েছিল। চূড়ান্ত ফলাফলটিতে গ্রুপ সি ও ডি-এর জন্য বিভিন্ন ক্যাটেগরি অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের নম্বর ও জন্মতারিখ প্রকাশ করা হয়েছে।

এই পরীক্ষাটি ২৩ সেপ্টেম্বর আয়োজন করা হয়েছিল। পরীক্ষাটি পাশ করে ২২৭ জন পরীক্ষার্থী যাচাই প্রক্রিয়ার জন্য নির্বাচিত হয়েছেন।

Advertisement

পরীক্ষার্থীরা কী ভাবে রেজাল্টটি দেখবেন?

১.প্রথমে এসএসসি-এর সরকারি ওয়েবসাইট-https://ssc.nic.in/-এ যেতে হবে।

২. এর পর হোমপেজে 'স্টেনোগ্রাফার গ্রুপ সি অ্যান্ড ডি এগ্জাম ২০২০ ফাইনাল রেজাল্ট' লিঙ্কটিতে ক্লিক করলে স্ক্রিনে রেজাল্টটি দেখতে পাওয়া যাবে।

৩. পরীক্ষার্থীরা নিজেদের নাম রেজাল্টে দেখতে পেলে সেটি ডাউনলোড করে প্রিন্ট আউট নিতে পারেন ভবিষ্যতের সুবিধার্থে।

আরও পড়ুন
Advertisement