IACS Recruitment 2023

যাদবপুরে আইএসিএস-এ গবেষণার কাজে যুক্ত হওয়ার সুযোগ, নিয়োগ ইন্টারভিউয়ের মাধ্যমে

প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে নিজেদের জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি পাঠিয়ে আবেদন জানাতে হবে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৩ ১৫:৩১
গবেষণার কাজে যুক্ত হওয়ার সুযোগ আইএসিএস-এ।

গবেষণার কাজে যুক্ত হওয়ার সুযোগ আইএসিএস-এ। সংগৃহীত ছবি।

বিজ্ঞান নিয়ে গবেষণার যথোপযুক্ত ডিগ্রি থাকলে কলকাতার নামী প্রতিষ্ঠান ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অব সায়েন্স ( আইএসিএস)-এ রয়েছে কাজের সুযোগ। বৃহস্পতিবার গবেষণার কাজে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে নিয়োগ হবে ‘রিসার্চ অ্যাসসিয়েট-২’ পদে। প্রার্থীদের এই পদে নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। শুরু হয়ে গিয়ে আবেদন প্রক্রিয়াও।

গবেষণার কাজে ‘রিসার্চ অ্যাসসিয়েট-২’ পদে এক জনকেই নিয়োগ করা হবে। নিয়োগ হবে প্রতিষ্ঠানের ‘কেমিক্যাল সায়েন্স’ বিভাগে। গবেষণার কাজটি ‘থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অব ফোটোকেমিক্যাল ফেনোমেনা ইন বায়োলজিক্যাল সায়েন্সেস’-সংক্রান্ত।গবেষণা প্রকল্পটি আগামী এক বছর ধরে চলবে। প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী নিযুক্তদের মাসিক ফেলোশিপের পরিমাণ হতে পারে ৪০,০০০ টাকার উপরে।

Advertisement

আবেদনের জন্য প্রার্থীদের কেমিক্যাল সায়েন্সেসে পিএইচডি থাকতে হবে। একইসঙ্গে প্রয়োজন কম্পিউটেশনাল কেমিস্ট্রিতে ২ বছরের পোস্টডক্টরাল কাজের অভিজ্ঞতা। শিক্ষাগত যোগ্যতার প্রতি স্তরেই প্রার্থীদের ভাল রেজাল্ট থাকা বাঞ্ছনীয়। যাঁদের এক্সাইটেড স্টেট কোয়ান্টাম কেমিক্যাল ক্যালকুলেশনস, ক্লাসিক্যাল এমডি সিমুলেশনস, হাইব্রিড কিউএম/ এমএম পদ্ধতির বিষয়ে জ্ঞান রয়েছে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে নিজেদের জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি পাঠিয়ে আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১৪ এপ্রিল বিকেল ৫টা।এর পর বাছাই প্রার্থীদের ইমেল মারফত ইন্টারভিউয়ের দিন ক্ষণ জানিয়ে দেওয়া হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখার জন্য প্রার্থীদের আইএসিএস-এর ওয়েবসাইটটি দেখতে হবে।

Advertisement
আরও পড়ুন