আইএসিএস। সংগৃহীত ছবি।
যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)-এ গবেষণাধর্মী কাজের সুযোগ। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, প্রতিষ্ঠানে কেন্দ্রের অর্থপুষ্ট প্রকল্পের জন্য আরও একটি কেন্দ্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ ভাবে গবেষণার কাজ হবে। সেই প্রকল্পেই অস্থায়ী ভাবে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে। যা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
প্রতিষ্ঠানের স্কুল অফ ফিজ়িক্যাল সায়েন্সেস এবং গুজরাতের আইআইটি গান্ধীনগরের যৌথ ভাবে গবেষণার কাজ করবে। বিষয়— ‘টেস্টিং দ্য নেচার অফ কম্প্যাক্ট অবজেক্টস অ্যান্ড থিওরিজ় বিয়ন্ড জেনারেল রিলেটিভিটি থ্রু গ্র্যাভিটেশনাল ওয়েভ অবজ়ারভেশন্স’। প্রকল্পটি কেন্দ্রীয় সংস্থা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড (সার্ব)-এর অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন-এর অর্থপুষ্ট।
প্রকল্পটিতে রিসার্চ অ্যাসোসিয়েট-২ পদে নিয়োগ হবে। শূন্যপদ একটি। প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হলে সংশ্লিষ্ট পদে আবেদন জানাতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। প্রাথমিক ভাবে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে দু’বছর। এর পরে নিযুক্ত ব্যক্তির কাজ এবং ফান্ডিংয়ের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে। এই সময়ে সাম্মানিক বাবদ তাঁকে প্রতি মাসে ৫৮ হাজার টাকা দেওয়া হবে।
আবেদনকারীদের পদার্থবিদ্যায় বিএসসি এবং এমএসসি-তে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হওয়ার পরে পিএইচডি-ও থাকতে হবে। পাশাপাশি, তাঁদের গ্র্যাভিটেশনাল ফিজ়িক্স নিয়ে ‘পিয়ার রিভিউড জার্নাল’-এ প্রকাশিত গবেষণাপত্র থাকা জরুরি।
আগ্রহীদের জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ১৩ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এর পরে বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে। এই বিষয়ে সবিস্তার জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।