Career in DRDO after B.Tech

গেট উত্তীর্ণরা গবেষণা করতে চান? কেন্দ্রীয় সংস্থা ডিআরডিও দিচ্ছে সুযোগ

মাসে ৩১ হাজার টাকা আয়ের সুযোগ দিচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (ডিআরডিও)।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ জুন ২০২৩ ১৪:১৭
DRDO

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (ডিআরডিও)। ছবি: সংগৃহীত

গেট উত্তীর্ণ ইঞ্জিনিয়ারদের জন্য সুখবর। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (ডিআরডিও) খুঁজছে দক্ষ জুনিয়র রিসার্চ ফেলো। এই মর্মে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। এক নজরে দেখে নিন, নিয়োগ সংক্রান্ত তথ্য।

আবেদনকারীদের যোগ্যতা?

Advertisement

যে সমস্ত স্নাতকোত্তীর্ণ ইঞ্জিনিয়াররা গেট উত্তীর্ণ হয়েছেন, সেই সমস্ত শিক্ষার্থীরা এই পদের জন্য আবেদনপত্র পাঠাতে পারবেন। এছাড়াও যে সমস্ত পড়ুয়ারা স্নাতকোত্তর স্তরে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কারিগরি বিদ্যা (ইঞ্জিনিয়ারিং), প্রযুক্তি (টেকনোলজি) বিষয়ে ডিগ্রি লাভ করেছেন, তাঁরাও জুনিয়র রিসার্চ ফেলো পদের জন্য আবেদন জানাতে পারবেন।

শূন্যপদের সংখ্যা?

মোট ৪ টি শূন্যপদে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (ডিআরডিও) জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করবে।

কোন কোন বিভাগে মিলবে গবেষণার সুযোগ?

ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে গবেষণার সুযোগ পাবেন নির্বাচিত প্রার্থীরা।

বেতন:

মাসে ৩১ হাজার টাকা বেতন নির্ধারিত করা হয়েছে জুনিয়র রিসার্চ ফেলো পদে।

বয়স:

এই পদের ক্ষেত্রে আবেদনকারীদের বয়স ২৮ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

ইতিমধ্যেই প্রতিষ্ঠানের তরফে শুরু হয়েছে আবেদন গ্রহণ করার প্রক্রিয়া। অনলাইনে আগ্রহী প্রার্থীরা ২৫ জুন, ২০২৩ পর্যন্ত আবেদনপত্র পাঠাতে পারবেন। এই পদে নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্য জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নজর রাখতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement