Powergrid Recruitment 2023

পাওয়ারগ্রিডে কর্মখালি, কোন পদে নেওয়া হবে কর্মী?

প্রতি মাসে স্টাইপেন্ড হিসাবে ৪০ হাজার টাকা করে দেওয়া হবে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৩ ১৭:০৯
পাওয়ারগ্রিড।

পাওয়ারগ্রিড। ছবি: সংগৃহীত।

পাওয়ারগ্রিডে রয়েছে চাকরির সুযোগ। সেই মর্মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংস্থার ওয়েবসাইটে।

প্রথমে অফিসার ট্রেনি (কোম্পানি সেক্রেটারি) পদে নেওয়া হবে কর্মী। এক বছরের ‘ট্রেনিং পিরিয়ড’ হিসাবে নেওয়া হবে। ট্রেনিং শেষ হয়ে যাওয়ার পর সংস্থার নিয়ম অনুযায়ী পরবর্তী পদে নিযুক্ত করা হবে।মোট শূন্যপদ রয়েছে ৩টি।

Advertisement

আবেদনের জন্য ৪ মে ২০২৩ অনুযায়ী প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হওয়া দরকার। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। প্রার্থীকে ইনস্টিটিউট অব কোম্পানি সেক্রেটারিজ অব ইন্ডিয়া-এর সহকারি সদস্য হতে হবে।লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং মেধা তালিকার উপর ভিত্তি করে নিয়োগ করা হবে। প্রতি মাসে স্টাইপেন্ড হিসাবে ৪০ হাজার টাকা করে দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া:

প্রার্থীকে প্রথমে পাওয়ারগ্রিডের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি আবেদনের জন্য বরাদ্দ টাকাও জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৪ মে।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে পাওয়ারগ্রিডের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement
আরও পড়ুন