এনআইবিএমজি। সংগৃহীত ছবি।
কেন্দ্রীয় সংস্থার অর্থপুষ্ট প্রকল্পের কাজ হবে রাজ্যের গবেষণা প্রতিষ্ঠানে। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্স (এনআইবিএমজি)। প্রতিষ্ঠানের প্রকল্পে স্বল্প মেয়াদের জন্য অস্থায়ী ভাবে কর্মী নিয়োগ করা হবে। এর জন্য ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া।
প্রতিষ্ঠানের গবেষণা প্রকল্পটির নাম— ‘ইনভেস্টিগেটিং দ্য রোল অফ পিটিপিআরএম জিন ইন লেন্স থিকনেস, আইডেন্টিফায়েড ফ্রম কোয়ান্টিটেটিভ ট্রেট জেনোম-ওয়াইড অ্যাসোসিয়েশন স্টাডি’। প্রকল্পটির জন্য অর্থ সহায়তা করবে কেন্দ্রীয় সংস্থা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড (সার্ব)।
গবেষণা প্রকল্পের জন্য প্রজেক্ট অ্যাসোসিয়েট-১ পদে নিয়োগ হবে। শূন্যপদ একটি। প্রকল্পে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ এক বছর। এর পর প্রয়োজন এবং নিযুক্ত ব্যক্তির কাজের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ২৫ হাজার বা ৩১ হাজার টাকা।
আগ্রহীদের ন্যাচরাল সায়েন্সে স্নাতকোত্তর বা ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি/ মেডিসিন-এ স্নাতকোত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও রয়েছে যোগ্যতার অন্যান্য মাপকাঠি।
চাকরিপ্রার্থীদের এর জন্য মূল বিজ্ঞপ্তিতে দেওয়া গুগল ফর্মটি পূরণ করে যাবতীয় নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ২৩ অগস্ট আবেদনের শেষ দিন। এর পর বাছাই প্রার্থীদের অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। অনলাইন ইন্টারভিউ হবে আগামী ২ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে। এই বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।