ISI Kolkata Recruitment 2024

আইএসআই কলকাতায় দু’টি প্রকল্পে কাজের সুযোগ, নিয়োগ ইন্টারভিউয়ের মাধ্যমে

শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার ভিত্তিতে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৩১ হাজার থেকে ৩৫ হাজার টাকা।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৪ ১৫:৩১
ISI Kolkata

আইএসআই কলকাতা। সংগৃহীত ছবি।

বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষার ডিগ্রি থাকলে এবং গবেষণাধর্মী কাজে যুক্ত হওয়ার ইচ্ছে থাকলে খোঁজ নিতে পারেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই), কলকাতায়। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। প্রতিষ্ঠানের দু’টি গবেষণা প্রকল্পে অস্থায়ী ভাবে কর্মী নিয়োগ করা হবে। প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহীদের আগে থেকে আবেদনপত্র পাঠাতে হবে না।

Advertisement

প্রতিষ্ঠানের মেশিন ইন্টেলিজেন্স ইউনিটে গবেষণা প্রকল্পগুলির কাজ সম্পন্ন হবে। দু’টি প্রকল্পের নাম— ১) ‘মেশিন লার্নিং বেসড গ্লোবাল টেরেস্ট্রিয়াল গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি (জিপিপি) মডেল ডেভেলপমেন্ট ইউজ়িং স্যাটেলাইট ড্রিভেন অবজ়ারভেশন অ্যান্ড এডি ফ্লাক্স কোভ্যারিয়েন্স ডেটা (ফেজ়-২)’ এবং ২) ‘ইমেজ জেনারেশন কন্ডিশনড অন টেক্সট ইউজ়িং ডিফিউশন মডেলস’।

প্রকল্পে প্রজেক্ট লিঙ্কড পার্সন পদে নিয়োগ হবে। মোট শূন্যপদ দু’টি। প্রকল্পের কাজে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত। এর পর তাঁদের কাজের দক্ষতা এবং ফান্ডিংয়ের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে।

আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার ভিত্তিতে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৩১ হাজার থেকে ৩৫ হাজার টাকা।

দ্বিতীয় প্রকল্পটিতে আবেদনের জন্য প্রার্থীদের কম্পিউটার সায়েন্স/ ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন টেকনোলজি বা সম্পর্কিত বিষয়ে এমই/ এমটেক অথবা গণিত/ স্ট্যাটিস্টিক্স/ কম্পিউটার সায়েন্স বা সম্পর্কিত বিষয়ে এমএসসিতে ফার্স্ট ক্লাস থাকতে হবে। পাশাপাশি, বিভিন্ন কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিষয়ক জ্ঞানও থাকতে হবে। যাঁদের ইমেজ প্রসেসিং প্রজেক্টে কাজের অভিজ্ঞতা রয়েছে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। একই ভাবে অন্য প্রকল্পটিতে আবেদনের জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।

আগামী ৬ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে প্রতিষ্ঠানে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের জীবনপঞ্জি, কভার লেটার-সহ অন্যান্য প্রয়োজনীয় নথি নিয়ে প্রতিষ্ঠানে উপস্থিত হতে হবে। এই বিষয়ে বাকি তথ্য জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।

আরও পড়ুন
Advertisement