NSOU Admission 2025

এনএসওইউতে সাংবাদিকতা-সহ নানা বিষয়ে কোর্স করার সুযোগ, শুরু ভর্তি প্রক্রিয়া

কোর্সগুলিতে ভর্তির জন্য পড়ুয়াদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১৬:৫৭
NSOU

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

রাজ্যে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (এনএসওইউ)-এর অন্তর্গত দু’টি স্কুলে নানা বিষয় নিয়ে পড়ার সুযোগ। সম্প্রতি এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। তাতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জানুয়ারি পর্বের জন্য বিশ্ববিদ্যালয়ের তরফে এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে। কোর্সগুলি স্নাতক এবং অ্যাডাভান্সড ডিপ্লোমার। এর জন্য আগ্রহীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ প্রফেশনাল স্টাডিজ় এবং স্কুল অফ হিউম্যানিটিজ় এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করবে। যে বিষয়গুলিতে পড়ুয়ারা বিএলআইএস ডিগ্রি এবং অ্যাডভান্সড ডিপ্লোমা কোর্স করার সুযোগ পাবেন, সেগুলি হল— লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং (ইংরেজি ভাষা শিক্ষা), পাবলিক রিলেশন্স অ্যান্ড অ্যাডভার্টাইজ়িং (জনসংযোগ ও বিজ্ঞাপন) এবং জার্নালিজ়ম অ্যান্ড মাস কমিউনিকেশন (সাংবাদিকতা ও গণজ্ঞাপন)।

কোর্সগুলিতে ভর্তির জন্য পড়ুয়াদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে।। এ ছাড়াও যোগ্যতার নানা মাপকাঠির কথা মূল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে কোর্সগুলিতে মোট কতসংখ্যক শূন্য আসন রয়েছে, তা বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।

বিশ্ববিদ্যালয়ের তরফে অ্যাডভান্সড ডিপ্লোমা এবং বিএলআইএস কোর্সের জন্য ফি ধার্য করা হয়েছে যথাক্রমে ৪,৩৫০ টাকা এবং ৫,৭৫০ টাকা।

আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ৩০ জানুয়ারি আবেদনের শেষ দিন। নির্ধারিত ফি অনলাইন বা অফলাইনে জমা দেওয়ার শেষ তারিখ ৫ ফেব্রুয়ারি। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

Advertisement
আরও পড়ুন