NEET PG

মেডিক্যালে স্নাতকোত্তরে ভর্তির জন্য বিশেষ স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের আয়োজন এমসিসি-র

স্নাতকোত্তরে যে আসনগুলি খালি রয়েছে, সেখানে নিট পিজি কাউন্সেলিংয়ের মাধ্যমে ভর্তির জন্যই এই বিশেষ স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের আয়োজন করছে এমসিসি।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৩ ১৮:০৭
 নিট পিজি কাউন্সেলিং।

নিট পিজি কাউন্সেলিং। প্রতীকী ছবি।

মেডিক্যালের স্নাতকোত্তরে ভর্তির ক্ষেত্রে আরও একটি বিশেষ স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড যোগ করার কথা ঘোষণা করল মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (এমসিসি)। কাউন্সেলিংয়ের শেষ রাউন্ডে ক্লিনিক্যালের বহু আসন ফাঁকা থাকায় আরও একটি রাউন্ডে ভর্তি প্রক্রিয়া আয়োজনের দাবি জানান পড়ুয়ারা। সেই দাবি মেনেই এমসিসি এই বিশেষ রাউন্ড আয়োজন করবে। এই রাউন্ডের বিস্তারিত সময়সূচিও প্রকাশ করেছে এমসিসি।

স্নাতকোত্তরে যে আসনগুলি খালি রয়েছে, সেখানে নিট পিজি কাউন্সেলিংয়ের মাধ্যমে ভর্তির জন্যই এই বিশেষ স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের আয়োজন করছে এমসিসি। এর মাধ্যমে এমডি, এমএস, ডিপ্লোমা, পিজি ডিএনবি, এমডিএস কোর্সে দেশের সমস্ত মেডিক্যাল কলেজে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।

Advertisement

এই রাউন্ডে ভর্তি প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ দিনগুলি হল:

ভর্তির টাকা জমা দেওয়া যাবে: ৬ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি বিকেল ৪টের মধ্যে।

নিজেদের কলেজ ও কোর্স পছন্দ করা ও তা নিশ্চিত করা যাবে: ৬ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি রাত ১১.৫৯-এর মধ্যে।

প্রার্থীদের জন্য আসন বরাদ্দ করা হবে: ৯ জানুয়ারি।আসন বরাদ্দের ফল প্রকাশ করা হবে: ১০ জানুয়ারি।

নির্দিষ্ট কলেজে প্রার্থীদের উপস্থিত হতে হবে: ১০ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে।

Advertisement
আরও পড়ুন