KNU Recruitment 2024

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে দু’টি বিশেষ প্রকল্পে গবেষক নিয়োগ, শূন্যপদ ক’টি?

দ্বিতীয় প্রকল্পটিতে পূর্ণ সময় এবং আংশিক সময়ের জন্য নিযুক্ত রিসার্চ অ্যাসিস্ট্যান্টদের পারিশ্রমিক হবে যথাক্রমে মাসে ২৪,০০০ টাকা এবং ১২,০০০ টাকা।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ১৫:৫৪
Kazi Nazrul University

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী কাজের সুযোগ। সম্প্রতি এ কথা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দু’টি ভিন্নধর্মী প্রকল্পে কাজের জন্য গবেষক নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। যে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ে যে দু’টি গবেষণা প্রকল্পের জন্য এই নিয়োগ, সেগুলি হল— ১) ‘ডিজিটাইজ়েশন অফ ৭৮ আরপিএম সিলেক্ট গ্রামাফোন রেকর্ডস: রেয়ার বেঙ্গলি সংস অ্যান্ড ড্রামা অফ মিড টুয়েন্টিয়েথ সেঞ্চুরি (১৯২০-১৯৫০)’ এবং ২) ‘ডিজিটাইজ়েশন অফ ম্যানুস্ক্রিপটস অ্যান্ড ডকুমেন্টস রিলেটিং টু কাজী নজরুল ইসলাম ইন দ্য চুরুলিয়া মিউজ়িয়ামস কালেকশন অফ কাজী নজরুল ইউনিভার্সিটি’। প্রকল্পগুলি ব্রিটিশ লাইব্রেরি এন্ডেঞ্জারড আর্কাইভস প্রোগ্রাম পাইলট প্রজেক্টস-এর অর্থপুষ্ট।

প্রকল্প দু’টিতে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। সব মিলিয়ে শূন্যপদ রয়েছে ছ’টি। এর মধ্যে পাঁচটি পদে পূর্ণ সময়ের জন্য এবং একটি পদে আংশিক সময়ের জন্য কর্মীদের নিয়োগ করা হবে। উভয় প্রকল্পেই নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে এক বছর, যা চলতি বছরের অগস্ট মাস থেকে শুরু হয়ে পরের বছরের জুলাই মাস পর্যন্ত চলবে।

বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের বয়ঃসীমার বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। তবে জানানো হয়েছে, প্রথম প্রকল্পটিতে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ১৫,০০০ টাকা। অন্য দিকে, দ্বিতীয় প্রকল্পটিতে পূর্ণ সময় এবং আংশিক সময়ের জন্য নিযুক্ত রিসার্চ অ্যাসিস্ট্যান্টদের পারিশ্রমিক হবে যথাক্রমে মাসে ২৪,০০০ টাকা এবং ১২,০০০ টাকা।

দ্বিতীয় প্রকল্পটিতে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের সাহিত্যের যে কোনও বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। পাশাপাশি, ফোটোগ্রাফি এবং ডিজিটাইজ়েশনের জন্য প্রয়োজনীয় যন্ত্রাদি নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা এবং এমএস অফিস সংক্রান্ত জ্ঞান থাকা জরুরি। একই ভাবে অন্য প্রকল্পটিতে আবেদনের জন্য যোগ্যতার ভিন্ন মাপকাঠি ধার্য করা হয়েছে।

আগ্রহীদের জীবনপঞ্জি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ২১ জুলাই আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই প্রার্থীদের যোগ্যতা যাচাই করে শূন্যপদগুলিতে নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের দিনক্ষণ যথাসময়ে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। নিয়োগ সংক্রান্ত বাকি তথ্য জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আরও পড়ুন
Advertisement