কল্যাণী বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী কাজের সুযোগ। সম্প্রতি সে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রকল্পটি কেন্দ্রীয় সংস্থার অর্থপুষ্ট। যেখানে অস্থায়ী ভাবে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহীদের এর জন্য নির্ধারিত সময়ের মধ্যে অফলাইনে আবেদন জানাতে হবে।
বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে প্রকল্পের কাজ হবে। প্রকল্পটির নাম বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। তবে জানানো হয়েছে, প্রকল্পটি কেন্দ্রের ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) প্রতিষ্ঠিত একটি স্বশাসিত প্রতিষ্ঠান ইউজিসি-ডিএই সিএসআর (কনসর্টিয়াম ফর সায়েন্টিফিক রিসার্চ) অর্থপুষ্ট।
প্রকল্পটিতে নিয়োগ হবে সিআরএস প্রজেক্ট ফেলো (জুনিয়র ১ বা জুনিয়র ২) পদে। বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা বা আবেদনকারীদের বয়ঃসীমার কথা স্পষ্ট ভাবে জানানো হয়নি।
প্রাথমিক ভাবে সংশ্লিষ্ট প্রকল্পে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে এক বছর। যা পরবর্তীকালে আরও দু’বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। সিআরএস প্রজেক্ট ফেলো জুনিয়র-১ পদে নিয়োগ হলে তাঁর সাম্মানিকের পরিমাণ হবে মাসে ১৪,০০০ টাকা। আবার সিআরএস প্রজেক্ট ফেলো জুনিয়র-২ পদে নিয়োগ হলে তাঁর সাম্মানিকের পরিমাণ হবে মাসে ৩১,০০০ টাকা। উভয় ক্ষেত্রেই নিযুক্ত ব্যক্তিকে সাম্মানিক ছাড়াও বাড়িভাড়া বাবদ ভাতা দেওয়া হবে।
সিআরএস প্রজেক্ট ফেলো জুনিয়র-১ পদে আবেদনকারীদের বিজ্ঞানের যে কোনও বিষয়ে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। যাদের ইঞ্জিনিয়ারিংয়ের কোনও বিষয়ে এমই বা এমটেক-এ ফার্স্ট ক্লাস রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন। একই ভাবে অন্য পদটির জন্য যোগ্যতার ভিন্ন মাপকাঠি ধার্য করা হয়েছে।
আগ্রহীদের এর জন্য জীবনপঞ্জি,আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। আপলোড করে আবেদন জানাতে হবে। আগামী ২৭ নভেম্বর আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।