Recruitment in Kalimpong District

কালিম্পঙে রয়েছে কাজের সুযোগ, নেওয়া হবে ডেটা এন্ট্রি অপারেটর

প্রতি মাসে ১৫ হাজার টাকা করে দেওয়া হবে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৩ ১৭:৩৩
কালিম্পং-এ কাজের সুযোগ।

কালিম্পং-এ কাজের সুযোগ। প্রতীকী ছবি।

কালিম্পঙে রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে কালিম্পং জেলার প্রশাসনিক ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

কালিম্পং জেলার কৃষি বিভাগের তরফে কর্মী নেওয়া হবে। ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে। শূন্যপদ রয়েছে ২টি। চুক্তির ভিত্তিতে প্রথমে ৩ বছরের জন্য নেওয়া হবে। পরে প্রয়োজন অনুযায়ী কাজের মেয়াদ বাড়তে পারে। প্রতি মাসে ১৫ হাজার টাকা করে দেওয়া হবে।

Advertisement

আবেদনের জন্য প্রার্থীকে দ্বাদশ শ্রেণি পাশ হতে হবে। পাশাপাশি, কম্পিউটারে কাজ জানার শংসাপত্র থাকতে হবে।

২৭ এপ্রিল ইন্টারভিউ হবে। তবে, ইন্টারভিউতে বসার জন্য প্রার্থীকে প্রথমে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র সংগ্রহের জন্য চাকরিপ্রার্থীকে প্রথমে কালিম্পং জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘নোটিশ’ এবং ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। এর পর বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করা প্রয়োজন। শেষে, আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। ২৭ এপ্রিল সকাল ১১টার মধ্যে জমা দিতে হবে আবেদনপত্র। দুপুর ২টো থেকে শুরু হবে ইন্টারভিউ।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কালিম্পং জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement
আরও পড়ুন