JEE Main Result 2023

জয়েন্ট এনট্রান্স মেন পরীক্ষা দিয়েছেন? প্রকাশিত হয়েছে সেশন ২-এর ফলাফল

২০২৩ বর্ষের এপ্রিল সেশনের জন্য যে পড়ুয়ারা ব্যাচেলর অব আর্কিটেকচার এবং ব্যাচেলর অব প্ল্যানিং পত্রের পরীক্ষা দিয়েছিলেন তাঁরা জেইই মেন-এর ওয়েবসাইটে গিয়ে ফল দেখতে পারবেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ মে ২০২৩ ১৭:২২
প্রকাশিত হয়েছে ফলাফল।

প্রকাশিত হয়েছে ফলাফল। প্রতীকী ছবি।

সপ্তাহ জুড়ে বিভিন্ন বোর্ডের বিভিন্ন পরীক্ষার ফলাফল প্রকাশিত হচ্ছে। সিবিএসই, আইএসসি, আইসিএসই, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক–সহ অন্যান্য রাজ্যের ফলাফল প্রকাশিত হয়েছে গত কিছু সপ্তাহের মধ্যে। এ বার জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষার (জেইই মেন) সেশন ২-এর ফলাফল প্রকাশিত হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র তরফে দ্বিতীয় পত্রের পরীক্ষার ফল ঘোষণা হয়েছে।

২০২৩ বর্ষের এপ্রিল সেশনের জন্য যে পড়ুয়ারা ব্যাচেলর অব আর্কিটেকচার এবং ব্যাচেলর অব প্ল্যানিং পত্রের পরীক্ষা দিয়েছিলেন, তাঁরা জেইই মেন-এর ওয়েবসাইটে গিয়ে ফল দেখতে পারবেন।

Advertisement

কী ভাবে দেখবেন ফলাফল?

  • পড়ুয়াদের প্রথমে ন্যাশনাল টেস্টিং এজেন্সির জেইই মেন-এর ওয়েবসাইটে যেতে হবে।
  • ‘হোমপেজ’ থেকে ‘জেইই মেন সেশন ২ দ্বিতীয় পত্রের ফলাফল’ লেখা লিঙ্কে ক্লিক করতে হবে।
  • প্রয়োজনীয় তথ্য পূরণ করলে লগ ইন করতে পারবেন।
  • এর পরেই রেজাল্ট দেখতে পেয়ে যাবেন পড়ুয়ারা।
  • সেখান থেকে পরবর্তী সময়ে প্রয়োজনের জন্য ফলাফল ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।

জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষা ২০২৩ বর্ষের দ্বিতীয় সেশন ৬ এপ্রিল থেকে শুরু হয়েছিল। ৬ থেকে ৮, ১০, ১১, ১২, ১৩ এবং ১৫ এপ্রিল পরীক্ষা হয়।

Advertisement
আরও পড়ুন