Jadavpur University

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচডিতে ভর্তির আবেদন প্রক্রিয়া

লিখিত পরীক্ষা (রেট) এবং ইন্টারভিউয়ের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই করে এই কোর্সে ভর্তি নেওয়া হবে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৩ ১৮:২৬
যাদবপুর বিশ্ববিদ্যালয়।

যাদবপুর বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং ও ফার্মাসি শাখায় পিএইচডিতে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই ভর্তি প্রক্রিয়ার কথা জানানো হয়েছে। আগ্রহীদের সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://jadavpuruniversity.in/ অথবা http://www.jaduniv.edu.in/ -এ যেতে হবে।

পিএইচডিতে ভর্তির বিজ্ঞপ্তিতে যে তথ্যগুলি জানানো হয়েছে, সেগুলি হল--

Advertisement

শূন্য আসন:

১. মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে-৫৯টি

২. সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে-১৯টি

৩.ইনফরমেশন টেকনোলজি বিভাগে-৩টি

৪. কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে-৫২টি

৫.প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে-১৪টি

৬.পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগে-১৯টি

৭.আর্কিটেকচার বিভাগে-৪টি

৮.ফার্মাসি বিভাগে-৪৩টি

৯. ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-৩৬টি

১০.ফুড টেকনোলজি ও বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-৯টি

১১.ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন-২৬টি

১২.কম্পিউটার সায়েন্স-২৯টি

১৩.ইন্সট্রুমেন্টেশন-২৪টি

১৪.কনস্ট্রাকশন-৯টি

১৫.মেটালার্জি-১৩টি

১৬.প্রিন্টিং-৫টি

ভর্তির পরীক্ষার দিনক্ষণ (সম্ভাব্য সময়)

১. মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-১০ ফেব্রুয়ারি দুপুর ২টো

২. সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে-৯ ফেব্রুয়ারি সকাল ১১টা

৩.ইনফরমেশন টেকনোলজি বিভাগে-৭ ফেব্রুয়ারি সকাল ১১টা

৪. কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে-৮ ফেব্রুয়ারি দুপুর ১২টা

৫.প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে-১১ ফেব্রুয়ারি দুপুর ৩টে

৬.পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগে-৬ ফেব্রুয়ারি দুপুর ১টা

৭.আর্কিটেকচার বিভাগে-৮ ফেব্রুয়ারি সকাল সকাল ১১টা

৮.ফার্মাসি বিভাগে-১১ ফেব্রুয়ারি দুপুর ১টা

৯.ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-১০ ফেব্রুয়ারি সকাল ১১টা

১০.ফুড টেকনোলজি ও বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-৯ ফেব্রুয়ারি দুপুর ৩টে

১১.ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন-৮ ফেব্রুয়ারি দুপুর ২টো

১২.কম্পিউটার সায়েন্স-৯ ফেব্রুয়ারি দুপুর ১টা

১৩.ইন্সট্রুমেন্টেশন-৭ ফেব্রুয়ারি দুপুর ৩টে

১৪.কনস্ট্রাকশন-৬ ফেব্রুয়ারি সকাল ১১টা

১৫.মেটালার্জি-১১ ফেব্রুয়ারি সকাল ১১টা১৬.প্রিন্টিং-৭ ফেব্রুয়ারি দুপুর ১টা

প্রয়োজনীয় যোগ্যতা: আবেদনকারীদের ৫৫ শতাংশ নম্বর বা তার সমতুল নম্বর নিয়ে ২ বা ৩ বছরের এমই/ এমটেক/ এমআর্ক/ এম ফার্ম ডিগ্রি বা ৩ বছরের এমসিএ ডিগ্রি বা সমতুল ডিগ্রি পাশ করে থাকতে হবে। এ ক্ষেত্রে সংরক্ষিত ক্যাটেগরিভুক্ত প্রার্থীদের ৫ শতাংশ নম্বর ছাড় দেওয়া হয়।

আবেদন প্রক্রিয়া: কোর্সে আবেদনের জন্য প্রার্থীদের অনলাইনেই আবেদন জানাতে হবে। আবেদনপত্র-সহ আবেদনমূল্য জমা দেওয়ার রসিদ ও অন্যান্য প্রয়োজনীয় নথি এবং দু'টি পাসপোর্ট সাইজ ছবি টেকিপ বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন ও সেক্রেটারির অফিসে জমা দিতে হবে। আগামী ২০ জানুয়ারির আগে সকাল ১১টা থেকে বিকেল ৪টের মধ্যে প্রার্থীদের সমস্ত নথি জমা দিতে হবে।

আবেদনমূল্য: আবেদন জানানোর জন্য প্রার্থীদের অনলাইনে ৫০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে।

বাছাই প্রক্রিয়া: লিখিত পরীক্ষা (রেট) এবং ইন্টারভিউয়ের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই করে এই কোর্সে ভর্তি নেওয়া হবে। লিখিত পরীক্ষার সিলেবাস ভর্তির বিজ্ঞপ্তির সঙ্গেই ওয়েবসাইটে দেওয়া হয়েছে। ইন্টারভিউয়ের জন্য বাছাই করা হলে প্রার্থীদের নথি যাচাই করা হবে। তবে সিএসআইআর-নেট/ ইউজিসি-নেট /জেআরএফ/ গেট/ জিপ্যাট/ সেট পাশ আবেদনকারীদের বা যাঁরা কিউআইপি/ এডিএফ/ ডিএসটি ইন্সপায়ার/ বিশ্বেস্বরায়া বা অন্যান্য স্বীকৃত ফেলোশিপ পাচ্ছেন, তাঁদের শুধু ইন্টারভিউ দিতে হবে এই কোর্সে ভর্তির জন্য।

আরও পড়ুন
Advertisement