ভারতীয় ডাকবিভাগে চাকরির সুযোগ। ছবি: সংগৃহীত।
ভারতীয় ডাকবিভাগে ৫৮টি শূন্যপদে কর্মী নেওয়া হবে। তারই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইন্ডিয়া পোস্টের ওয়েবসাইটে। বেতন দেওয়া হবে ১৯৯০০ থেকে ৬৩২০০ টাকা।
স্টাফ কার ড্রাইভার পদে নিয়োগ করা হবে। এই পদে আবেদন করতে চাইলে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে বয়স থাকা প্রয়োজন। পাশাপাশি, স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণি পাশ হতে হবে। এই পদে আবেদন করতে গেলে ড্রাইভিং লাইসেন্স থাকা প্রয়োজন। একইসঙ্গে ৩ বছর অন্য কোথাও কাজ করার অভিজ্ঞতাও থাকতে হবে। গাড়ি সংক্রান্ত বিভিন্ন বিষয়ের খুঁটিনাটি জানা জরুরি। যদি কোনও চাকরিপ্রার্থী ৩ বছর হোমগার্ড বা সিভিল ভলেন্টিয়ারসের কাজ করে থাকেন, তাঁকে অগ্রাধিকার দেওয়া হবে। পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে এই পদে।
আবেদন প্রক্রিয়া:
ইচ্ছুক প্রার্থীদের ইন্ডিয়া পোস্টের ওয়েবসাইটে গিয়ে ‘রিক্রুটমেন্ট’ থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। ৩১ মার্চ ২০২৩ বিকেল ৫টার মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ইন্ডিয়া পোস্টের ওয়েবসাইটটি দেখতে পারেন।