আইআইটি খড়্গপুর। সংগৃহীত ছবি।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুরে একটি গবেষণা প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে কেন্দ্রীয় প্রতিষ্ঠানের তরফে শুক্রবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে জানানো হয়েছে, প্রতিষ্ঠানের একটি গবেষণা প্রকল্পের জন্য দু’টি ভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। প্রকল্পটি কেন্দ্রীয় মন্ত্রকের অর্থপুষ্ট। এর জন্য অনলাইনে আগ্রহীদের থেকে আবেদন গ্রহণ করা হবে।
প্রতিষ্ঠানের অ্যাডভান্সড টেকনোলজি ডেভেলপমেন্ট সেন্টারে প্রকল্পটির কাজ হবে। প্রকল্পটির নাম— ‘ন্যাশনাল সেন্টার ফর কোয়ান্টাম অ্যাক্সিলারেটর চিপ ইউজ়িং লিথিয়াম নায়োবেট অ্যাট আইআইটি খড়্গপুর’। প্রকল্পটি কেন্দ্রের ইলেক্ট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের অর্থ সহায়তায় পরিচালিত হবে।
প্রকল্পটিতে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট-টেকনিক্যাল-টেক সাপোর্ট এবং প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট-অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড অ্যাকাউন্টস পদে নিয়োগ হবে। শূন্যপদের সংখ্যা চার। প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট-টেকনিক্যাল-টেক সাপোর্ট এবং প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট-অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড অ্যাকাউন্টস পদে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে যথাক্রমে চার বছর সাত মাস এবং চার বছর দু’মাস। প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট-টেকনিক্যাল-টেক সাপোর্ট এবং প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট-অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড অ্যাকাউন্টস পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে যথাক্রমে ৪০ এবং ৪৫ বছর। উভয় পদে নিযুক্তদের শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার ভিত্তিতে মাসে ২৫ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে।
প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট-অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড অ্যাকাউন্টস পদের জন্য প্রার্থীদের যে কোনও বিষয়ে তিন বছরের ডিপ্লোমার সঙ্গে তিন বছরের পেশাদারি অভিজ্ঞতা থাকা জরুরি। যাঁদের যে কোনও বিষয়ে স্নাতকের সঙ্গে এক বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, তাঁরাও সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন। একই ভাবে অন্য পদটির জন্য পৃথক যোগ্যতার মাপকাঠি ধার্য করা হয়েছে।
আগ্রহীদের এর জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। মহিলা প্রার্থীরা বাদে বাকিদের আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ১০০ টাকা। আগামী ১৬ অগস্ট আবেদনের শেষ দিন। এ সংক্রান্ত বাকি তথ্য জানতে সংশ্লিষ্ট ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।