আইআইটি খড়্গপুর। সংগৃহীত ছবি।
ব্যবসায়িক ক্ষেত্রে নিজেদের সুপ্রতিষ্ঠিত করে অগ্রণী ভূমিকা পালনের জন্য চাই যথাযথ ব্যবসায়িক জ্ঞান এবং দক্ষতা। সে কথা মাথায় রেখেই একটি বিশেষ কোর্সের আয়োজন করে রাজ্যের নামী প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুর। সম্প্রতি চলতি বছরের জন্য এই কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি জারি হয়েছে প্রতিষ্ঠানের তরফে। অনলাইন মাধ্যমে কোর্সে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।
প্রতিষ্ঠানের অধীনস্থ বিনোদ গুপ্ত স্কুল অফ ম্যানেজমেন্ট (ভিজিএসওএম)-এর তরফে সংশ্লিষ্ট কোর্সটি পড়ানো হবে। যার নাম— এগজ়িকিউটিভ মাস্টার অফ বিজ়নেস ম্যানেজমেন্ট বা ইএমবিএ। দু’বছরের এই কোর্সের ক্লাস হবে সপ্তাহান্তে। প্রতিষ্ঠানের কলকাতা এবং জামশেদপুর কেন্দ্রে ক্লাসের আয়োজন করা হবে। কোর্সটির জন্য ক্লাস লেকচার ছাড়াও, ‘কেস ডিসকাশন’ এবং প্রজেক্ট ওয়ার্কের ব্যবস্থা করা হবে। বিষয় বিশেষজ্ঞরা ছাড়াও ক্লাস নেবেন ব্যবসায়িক ক্ষেত্রের অভিজ্ঞ পেশাদাররা।
কোর্সে বিজ়নেস অ্যাকাউন্টিং, মার্কেটিং ম্যানেজমেন্ট, মার্কেটিং মিক্স ডিসিশনস, কর্পোরেট ফিন্যান্স, ডিজিটাল বিজ়নেস অ্যান্ড এআই-সহ একাধিক বিষয় পড়ানো হবে। কোর্স ফি ১৮ লক্ষ টাকা।
পাঠক্রমে ভর্তির আবেদন জানাতে আগ্রহীদের ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজিতে স্নাতকে ফার্স্ট ক্লাস অথবা বিজ্ঞান, অর্থনীতি বা কমার্সে স্নাতকোত্তরে ফার্স্ট ক্লাস থাকা জরুরি।
কোর্সটিতে ভর্তির জন্য আবেদনকারীদের মেধা যাচাই করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। পরীক্ষার আয়োজন করা হবে কলকাতা এবং জামশেদপুর কেন্দ্রে।
আগ্রহীরা মূল বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে ক্লিক করে সমস্ত নথি-সহ আবেদন জানাতে পারবেন। আবেদনমূল্য ১,০০০ টাকা। আগামী ১৪ অগস্ট আবেদনের শেষ দিন। কলকাতা এবং জামশেদপুরে লিখিত পরীক্ষার আয়োজন করা হবে ২৫ অগস্ট। এর পর ক্লাস শুরু হবে আগামী ১৪ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে। এই বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জেনে নিতে পারেন।