আইআইইএসটি, শিবপুর। সংগৃহীত ছবি।
একটি গবেষণাধর্মী প্রকল্পের জন্য কর্মী প্রয়োজন শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি)-তে। সম্প্রতি এই মর্মে প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানে রাজ্যের অর্থপুষ্ট প্রকল্পের জন্য কর্মী নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। যা ইতিমধ্যেি শুরু হয়ে গিয়েছে।
প্রতিষ্ঠানের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে গবেষণা প্রকল্পের কাজ হবে। প্রকল্পটির নাম— ‘ডেভেলপমেন্ট অফ সোলার-অ্যাসিস্টেড সেলফ-সাস্টেনড সার্কুলার গ্রিনহাউস ফর প্রোটেক্টেড হর্টিকালচার অ্যান্ড ফ্লোরিকালচার’। এটি রাজ্যের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি (ডিএসটিবিটি)-র অর্থপুষ্ট।
প্রকল্পে নিয়োগ হবে জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) পদে। শূন্যপদ একটি। প্রথমে প্রকল্পে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পর তাঁর কাজের উপর নির্ভর করে এই মেয়াদ দু’বছর বাড়ানো হতে পারে।
গবেষণা প্রকল্পে আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৩২ বছর। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। প্রথম দু’বছরে নিযুক্ত ব্যক্তির ফেলোশিপ হবে মাসে ২৫,০০০ টাকা। তৃতীয় বছরে তা বেড়ে হবে মাসে ৩০,০০০ টাকা।
আবেদনকারীদের মেকানিক্যাল/ এনার্জি/ ইলেক্ট্রিক্যাল/ এগ্রিকালচারাল/ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিই/ বিটেক বা এগ্রিকালচার/ পদার্থবিদ্যা/ রসায়নে এমএস বা এমএসসি ডিগ্রি থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠির কথা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
আগ্রহীদের জীবনপঞ্জি-সহ অন্য প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। এর পর বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে। আগামী ৩০ এপ্রিল প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিভাগে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। প্রার্থীদের সেখানে সকাল সাড়ে ১১টার মধ্যে পৌঁছে যেতে হবে। এই বিষয়ে আরও জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে প্রার্থীদের।