IIT Kharagpur Recruitment 2025

আইআইটি খড়্গপুরে ২৩টি শূন্যপদে নিয়োগ, কারা আবেদন করতে পারবেন?

লিখিত পরীক্ষা/ ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ১৮:৪২
IIT Kharagpur

আইআইটি খড়্গপুর। সংগৃহীত ছবি।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে কাজের সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এই মর্মে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানে চারটি ভিন্ন পদমর্যাদায় কর্মী নিয়োগ করা হবে। আগ্রহীরা এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। যা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

Advertisement

প্রতিষ্ঠানে প্রিন্সিপাল মেডিক্যাল অফিসার, সিনিয়র মেডিক্যাল অফিসার গ্রেড-১, সিনিয়র মেডিক্যাল অফিসার গ্রে-২ এবং মেডিক্যাল অফিসার পদে। মোট শূন্যপদের সংখ্যা ২৩।

প্রিন্সিপাল মেডিক্যাল অফিসার, সিনিয়র মেডিক্যাল অফিসার গ্রেড-১, সিনিয়র মেডিক্যাল অফিসার গ্রে-২ এবং মেডিক্যাল অফিসার পদে আবেদনকারীদের বয়স হতে হবে যথাক্রমে ৫৫ বছর, ৫০ বছর, ৪০ বছর এবং ৩৫ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে।

প্রিন্সিপাল মেডিক্যাল অফিসার, সিনিয়র মেডিক্যাল অফিসার গ্রেড-১, সিনিয়র মেডিক্যাল অফিসার গ্রে-২ এবং মেডিক্যাল অফিসার পদে নিযুক্তদের বেতন কাঠামো হবে যথাক্রমে মাসে ১,৩১,১০০-২,১৬,৬০০ টাকা, ৭৮,৮০০-২,০৯,২০০ টাকা, ৬৭,৭০০-২,০৮,৭০০ টাকা এবং ৫৬,১০০-১,৭৭,৫০০ টাকা।

মেডিক্যাল অফিসার পদে আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, কোনও নামী হাসপাতালে ন্যূনতম তিন বছর কাজেরও অভিজ্ঞতা থাকতে হবে। একই ভাবে, বাকি পদগুলির জন্যও শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার পৃথক মাপকাঠি ধার্য করা হয়েছে।

আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে ৫০০ টাকা এবং ১০০০ টাকা। আগামী ১৬ মে আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা/ ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বিশদ জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন