দামোদর ভ্যালি কর্পোরেশন। সংগৃহীত ছবি।
রাজ্যে দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)-এ কাজের সুযোগ। এই মর্মে বৃহস্পতিবার কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের অধীনস্থ এই সংস্থার তরফে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে জানানো হয়েছে, সংস্থায় অভিজ্ঞ পেশাদার নিয়োগ করা হবে। এর জন্য ইচ্ছুক চাকরিপ্রার্থীদের অনলাইনে আবেদন জানাতে হবে। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
সংস্থায় নিয়োগ হবে ডেপুটি জেনারেল ম্যানেজার (এইচআর) পদে। শূন্যপদ রয়েছে তিনটি। নিযুক্তদের প্রথমে এক বছরের জন্য সংস্থায় ‘প্রবেশন’-রাখা হবে। ‘প্রবেশন’ পিরিয়ড যথাযথ ভাবে সম্পন্ন করতে পারলে তাঁদের সংশ্লিষ্ট পদে স্থায়ী ভাবে নিয়োগ করা হবে।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে। নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ১,২৩,১০০-২,১৫,৯০০ টাকা। এ ছাড়াও মিলবে অন্যান্য সুযোগসুবিধা। নিযুক্তদের পোস্টিং হবে কলকাতা বা রাজ্যের অন্য কোনও অঞ্চলে।
আবেদনকারীদের হিউম্যান রিসোর্সে এমবিএ ডিগ্রি বা পার্সোনেল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন্স/ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। পাশাপাশি, ১৯ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকাও প্রয়োজন। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তরা বাদে বাকিদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে ৩০০ টাকা। আগামী ১১ মে আবেদনের শেষ দিন। এর পর সাইকোমেট্রি টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।