আইআইইএসটি, শিবপুর। সংগৃহীত ছবি।
ওরাল এবং প্রস্টেট ক্যানসার যথাযথ শনাক্তকরণে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে গবেষণাধর্মী কাজ হবে শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি)-তে। সোমবার প্রতিষ্ঠানের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, এই প্রকল্পে অর্থ জোগান দেবে রাজ্যেরই আরও একটি নামী শিক্ষা প্রতিষ্ঠান। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে।
প্রতিষ্ঠানের সেন্টার ফর হেলথকেয়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এই গবেষণা প্রকল্পের কাজ হবে। যার নাম— ‘ডেভেলপমেন্ট অফ এআই অগমেন্টেড মাল্টিস্পেক্ট্রাল মাইক্রোস্কোপ ফর প্রিসাইজ় ডায়গনোসিস অফ ওরাল অ্যান্ড প্রস্টেট ক্যানসার’। প্রকল্পে অর্থ সহায়তা করবে আইআইটি খড়্গপুরের এআই৪আইসিপিএস আই হাব ফাউন্ডেশন।
নিয়োগ হবে জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) পদে। শূন্যপদ রয়েছে একটি। নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে দু’বছর। তাঁকে প্রতি মাসে সাম্মানিক বাবদ ৩৯,৩৭০ টাকা দেওয়া হবে।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের ক্ষেত্রে পাঁচ বছর ছাড় থাকবে।
আবেদনকারীদের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং/ বায়োটেকনোলজি/ পদার্থবিদ্যা/ ইন্সট্রুমেন্টেশন/ আইটি/ কম্পিউটার সায়েন্স/ অপ্টোইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তরে ফার্স্ট ক্লাস নিয়ে উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া, থাকতে হবে গেট/ নেট উত্তীর্ণ হওয়ার শংসাপত্রও। যাঁদের সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের পূর্ব অভিজ্ঞতা রয়েছে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহীদের আবেদনপত্র, জীবনপঞ্জি-সহ অন্যান্য প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন ১৯ নভেম্বর। এর পরে বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে এই পদে নিয়োগ করা হবে। এই বিষয়ে আরও জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে পারেন।