IBPS PO

প্রকাশিত হল আইবিপিএস পিও-র মূল পরীক্ষার ফলাফল

পরীক্ষার্থীরা আইবিপিএস (ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সার্ভিসেস)-এর ওয়েবসাইটে গিয়ে তাঁদের রেজাল্ট দেখতে পারবেন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৩ ১৮:১৫
আইবিপিএস পিও।

আইবিপিএস পিও। প্রতীকী ছবি।

গত নভেম্বরে প্রবেশনারি অফিসার (পিও) পদের পরীক্ষার আয়োজন করা হয়। বৃহস্পতিবার রাতে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সার্ভিসেস (আইবিপিএস) পরীক্ষার ফল ঘোষণা করে। পরীক্ষার্থীরা আইবিপিএস-এর ওয়েবসাইট ibps.in-এ গিয়ে তাঁদের রেজাল্ট দেখতে পারবেন।

মোট ৮৪৩২টি শূন্য আসনে প্রবেশনারি অফিসার ও ম্যানেজমেন্ট ট্রেনি পদের জন্য এই পরীক্ষার আয়োজন করে আইবিপিএস। গত ২৬ নভেম্বর দেশজুড়ে বিভিন্ন কেন্দ্রে পরীক্ষাটি নেওয়া হয়। এ বার মোট ১১টি ব্যাঙ্ক এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। পরীক্ষার্থীরা রেজাল্টটি আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন।

Advertisement

কী ভাবে রেজাল্টটি দেখবেন পরীক্ষার্থীরা?

·প্রথমেই পরীক্ষার্থীদের আইবিপিএস এর ওয়েবসাইট ibps.in-এ যেতে হবে।

·এর পর হোমপেজে ‘সিআরপি-পিও/এমটি’ লেখায় গিয়ে মূল পরীক্ষার রেজাল্ট দেখার লিঙ্কটিতে ক্লিক করতে হবে।

·লিঙ্কে ক্লিক করলেই রেজাল্টটি স্ক্রিনে দেখতে পাবেন পরীক্ষার্থীরা।

·পরীক্ষার্থীরা রেজাল্টটি ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন ভবিষ্যতের সুবিধার্থে।

আরও পড়ুন
Advertisement