আইএসিএস। সংগৃহীত ছবি।
যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)-এর একটি স্কুলে গবেষণাধর্মী কাজের সুযোগ। মঙ্গলবার প্রতিষ্ঠানের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, রসায়ন যাঁদের পড়াশোনা, তাঁরাই সংশ্লিষ্ট প্রকল্পে কাজের জন্য আবেদন করতে পারবেন। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে।
প্রতিষ্ঠানের স্কুল অফ অ্যাপ্লায়েড অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারি সায়েন্সেসে গবেষণার কাজ সম্পন্ন হবে। এটি একটি টিআরসি (টেকনিক্যাল রিসার্চ সেন্টার) প্রজেক্ট। প্রকল্পটির নাম— ‘ডেভেলপমেন্ট অ্যান্ড ডেলিভারি অফ অলিগোনিউক্লিয়োটাইড/ পেপটাইড বেসড থেরাপি ফর জেনেটিক ডিজ়অর্ডার ডিজ়িজ়’।
প্রকল্পটিতে রিসার্চ অ্যাসোসিয়েট-১ পদে নিয়োগ হবে। শূন্যপদ রয়েছে একটি। প্রাথমিক ভাবে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে ছ’মাস। এর পর তাঁদের কাজের উপর নির্ভর করে এই মেয়াদ আরও ছ’মাস বাড়ানো হতে পারে।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৩৩ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়। প্রতিষ্ঠানের নিয়ম মেনে নিযুক্তদের পারিশ্রমিক দেওয়া হবে।
আবেদনকারীদের রসায়নে বিএসসি এবং এমএসসি-তে ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হওয়ার পর পিএইচডি-ও করতে হবে। পাশাপাশি, ‘পিয়ার রিভিউড জার্নাল’-এ কেমিক্যাল বায়োলজি নিয়ে গবেষণাপ্রবন্ধ প্রকাশিত হওয়াও জরুরি। এ ছাড়াও রয়েছে যোগ্যতার অন্যান্য মাপকাঠি, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
আগ্রহীদের জীবনপঞ্জি, কভার লেটার-সহ অন্যান্য নথি মূল বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ১১ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এর পর বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে। অনলাইন ইন্টারভিউ হবে ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহে। এই বিষয়ে বিস্তারিত জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।