Madhyamik result

১৯ মে, শুক্রবার প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফল, টুইট করে ঘোষণা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর

আগামী ১৯ মে, শুক্রবার প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ফল। টুইটে এমনই জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ১৯ মে সকাল ১০টা থেকে ফলঘোষণা শুরু হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ মে ২০২৩ ১৪:০৬
file image

মাধ্যমিকের ফলপ্রকাশ কবে? জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। — ফাইল ছবি।

আগামী ১৯ মে, শুক্রবার প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ফল। টুইটে এমনই জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ১৯ মে সকাল ১০টা থেকে ফলঘোষণা শুরু হবে। প্রথমে পর্ষদের সাংবাদিক বৈঠক, তার পর ফলঘোষণা।

Advertisement

রবীন্দ্র জয়ন্তীর দিনই শিক্ষামন্ত্রী ব্রাত্য জানিয়ে দিয়েছিলেন, সব প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে। আগামী ১০ দিনের মধ্যেই ফলপ্রকাশ করে দিতে পারে মধ্যশিক্ষা পর্ষদ। এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় ৪ মার্চ। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, মে মাসে ফলপ্রকাশ করা হবে। সেই অনুযায়ী ১৯ মে ফল প্রকাশিত হতে চলেছে। সূত্রের খবর, ফলপ্রকাশের জন্য যে সমস্ত প্রস্তুতি নেওয়া দরকার, তার সবই নেওয়া হয়ে গিয়েছে পর্ষদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement