প্রতীকী ছবি।
মাধ্যমিকের পর এ বার উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশের দিনক্ষণ প্রকাশ করল শিক্ষা সংসদ। চলতি বছর স্কুলগুলিকে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেওয়া হবে ৭ ফেব্রুয়ারি থেকে। সকাল সাড়ে ১০টা থেকে পাওয়া যাবে অ্যাডমিট কার্ড। স্কুলগুলি জেলাভিত্তিক আঞ্চলিক অফিস থেকে তা সংগ্রহ করতে পারবে। পড়ুয়ারা স্কুলের নির্দেশ অনুযায়ী স্কুল থেকে অ্যাডমিট কার্ড পাবেন।
উল্লেখ্য, চলতি বছরে উচ্চ মাধ্যমিক শুরু হতে চলেছে ৩ মার্চ, শেষ হবে ১৮ মার্চ। নির্ধারিত দিনগুলিতে সকাল ১০টা থেকে দুপুর ১টা, অর্থাৎ তিন ঘন্টার পরীক্ষা হবে। তবে হেলথ অ্যান্ড ফিজ়িক্যাল এডুকেশন, ভিস্যুয়াল আর্টস, মিউজ়িক এবং বৃত্তিমূলক বিষয়ের ক্ষেত্রে দু’ঘন্টার মধ্যে পরীক্ষা সম্পন্ন হবে। ২০২৫-এর মার্চে শেষ বারের মতো বার্ষিক ব্যবস্থায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। কারণ, এর পরবর্তী শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৫-২৬ থেকে সিমেস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে পারবে পড়ুয়ারা। ২০২৪-এ মাধ্যমিকে উত্তীর্ণ পড়ুয়ারা ওই পদ্ধতিতে প্রথম বার পরীক্ষা দেবে।
প্রসঙ্গত, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে ৩০ জানুয়ারি সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। পর্ষদের তরফ থেকে বিভিন্ন জেলায় যে ক্যাম্প অফিস করা হয়েছে, সেখান থেকে এই অ্যাডমিট কার্ড দেওয়া হবে স্কুলগুলিকে। অ্যাডমিট কার্ডে যদি কোনও ভুল থাকে তা হলে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে ৬ ফেব্রুয়ারির মধ্যে মধ্যশিক্ষা পর্ষদের দফতরে গিয়ে লিখিত দরখাস্তের মাধ্যমে তা সংশোধন করাতে হবে। অ্যাডমিট কার্ডে ভুল সংশোধনের কোনও আবেদন অনলাইন মাধ্যমে গ্রহণ করা হবে না।