Examination

সিএসআইআর ইউজিসি নেট পরীক্ষার আর বেশি দেরি নেই, অ্যাডমিট কার্ডও আর কিছু দিনের মধ্যে দেওয়া হবে

সিএসআইআর ইউজিসি নেট পরীক্ষাটি যোগ্যতা পরিমাপক একটি পরীক্ষা। ২০২২-এর ১৬-১৮ সেপ্টেম্বর সিএসআইআর ইউজিসি নেট পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২২ ১১:৫১
সিএসআইআর ইউজিসি নেট পরীক্ষা

সিএসআইআর ইউজিসি নেট পরীক্ষা সংগৃহীত ছবি

যাঁরা বিজ্ঞান বা কারিগরিবিদ্যা নিয়ে পড়াশোনা করেগবেষণা বা উচ্চশিক্ষার দিকে পা বাড়াতে চান, তাঁদের ক্ষেত্রে বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা কেন্দ্রের (সিএসআইআর) ইউজিসি নেট পরীক্ষাটি যোগ্যতা পরিমাপক একটি পরীক্ষা। এটি একটি জাতীয় স্তরের পরীক্ষা, যার মাধ্যমে পরীক্ষার্থীদের জুনিয়র রিসার্চ ফেলোশিপ, লেকচারশিপ বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদমর্যাদার জন্য যোগ্যতা নির্ণয় করা হয়। জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা বছরে ২ বার এই পরীক্ষাটির আয়োজন করে। ইংরেজি ও হিন্দিতে এই পরীক্ষা নেওয়া হয়। মোট ২২৫টি শহরে এই পরীক্ষা গৃহিত হবে।

২০২২-এর ১৬-১৮ সেপ্টেম্বর সিএসআইআর ইউজিসি নেট পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। ১৩ সেপ্টেম্বর এই পরীক্ষার অ্যাডমিট কার্ডও বিতরণ শুরু করা হবে বলে জানানো হয়েছে। এ ছাড়াও পরীক্ষাটি কোন কোন শহরে অনুষ্ঠিত হবে, সেই বিষয়ে ইঙ্গিতও ১০ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। গত মাসের ১১ থেকে ১৭ আগস্ট এই পরীক্ষার আবেদনপত্র জমা নেওয়া হয়েছে।

Advertisement

যে যে বিষয়ে সিএসআইআর ইউজিসি নেট পরীক্ষাটি নেওয়া হবে, সেগুলির 'বিষয় সঙ্কেত' বা সাবজেক্ট কোডগুলি হল--

১. রসায়ন-৭০১

২. ভূ্তত্ত্ব, আবহবিদ্যা, সমুদ্রবিজ্ঞান, গ্রহবিদ্যা-৭০২

৩. জীববিদ্যা-৭০৩

৪. গণিত-৭০৪

৫. ভৌতবিজ্ঞান -৭০৫

পরীক্ষার সময়সূচি

১৬ সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে দুপুর ১২টায় ভূতত্ত্ব, আবহবিদ্যা, সমুদ্রবিজ্ঞান, গ্রহবিদ্যা পরীক্ষা হবে।

১৬ সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে দুপুর ১২ টায় ভৌতবিজ্ঞান পরীক্ষা হবে।

১৬ সেপ্টেম্বর দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গণিত পরীক্ষা হবে।

১৭ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১২টায় জীববিদ্যা (প্রথম গ্রুপ) পরীক্ষা হবে।

১৭ সেপ্টেম্ব দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জীববিদ্যা (দ্বিতীয় গ্রুপ) পরীক্ষা হবে।

১৮ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১২ টার মধ্যে রসায়ন পরীক্ষা হবে।

অ্যাডমিট কার্ড

সিএসআইআর ইউজিসি নেট পরীক্ষাটির অ্যাডমিট কার্ড বিতরণ ১৩ সেপ্টেম্বর শুরু হবে বলে জানানো হয়েছে। পরীক্ষার্থীরা নিম্নলিখিত উপায়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

১. প্রথমেই সিএসআইআর ইউজিসি নেট এর অফিসিয়াল ওয়েবসাইট- https://csirnet.nta.nic.in/ -এ যেতে হবে।

২.এর পর 'অ্যাডমিট কার্ড' লেখা লিঙ্কে ক্লিক করতে হবে।

৩. প্রার্থীকে তার পর তাঁদের অ্যাপ্লিকেশন নম্বর,পাসওয়ার্ড আর সিকিউরিটি পিন দিতে হবে।

৪. এর পরে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে নিতে হবে, ভবিষ্যতে যাতে সুবিধে হয়।

এ ছাড়াও পরীক্ষাটি কোন কোন শহরে অনুষ্ঠিত হবে,১০ সেপ্টেম্বর সেই বিষয়ে প্রার্থীদের ইঙ্গিত দেওয়া হবে।

পরীক্ষায় বসার জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ নথি দরকার, সে সব ঠিক করে গুছিয়ে নিয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে হবে।

Advertisement
আরও পড়ুন