BCKV Recruitment 2023

বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, কোন পদে নেওয়া হবে কর্মী?

প্রতি মাসে বেতন দেওয়া হবে ১৭ হাজার টাকা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ মে ২০২৩ ১৫:৩৯
বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়।

বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে রয়েছে চাকরির সুযোগ। সেই মর্মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে।

‘কোর্স ফেলিসিটেটর’ পদে নিয়োগ হবে। চুক্তির ভিত্তিতে এই পদে নেওয়া হবে কর্মী। বিশেষ প্রোগ্রামের কাজে জন্য ‘কোর্স ফেলিসিটেটর’ নিয়োগ করা হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এগ্রিকালচার/ হর্টিকালচার-এ স্নাতক বা স্নাতকোত্তর যোগ্যতা থাকা প্রয়োজন। পাশাপাশি, ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা দরকার। প্রতি মাসে বেতন হবে ১৭ হাজার টাকা।

Advertisement

ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে। ২৩ মে ইন্টারভিউ হবে। ওই দিন সকাল সাড়ে ১১টার মধ্যে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় পৌঁছে যেতে হবে প্রার্থীদের। ইন্টারভিউয়ের সময় অবশ্যই প্রয়োজনীয় নথি সঙ্গে রাখা দরকার। কী কী প্রয়োজনীয় নথি সঙ্গে রাখতে হবে, জানার জন্য প্রার্থীদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়-এর ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement
আরও পড়ুন