Bankura University Admission 2024

বাঁকুড়া বিশ্ববিদ্যালয় ও অধীনস্থ কলেজগুলিতে স্নাতকোত্তরের সুযোগ, ভর্তি কবে থেকে?

বিশ্ববিদ্যালয়ে আর্টস এবং সায়েন্স ফ্যাকাল্টির বিভিন্ন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন করতে পারবেন পড়ুয়ারা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৪ ১৪:৫২
Bankura University

বাঁকুড়া বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

শীঘ্রই বাঁকুড়া বিশ্ববিদ্যালয় এবং তার অধীনস্থ কলেজগুলিতে স্নাতকোত্তরে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। সম্প্রতি এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি এবং ‘ইনফরমেশন বুকলেট’ প্রকাশ করা হয়েছে। তাতে জানানো হয়েছে, ২০২৪-’২৬ শিক্ষাবর্ষের জন্য এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হবে। প্রচলিত মাধ্যমের পাশাপাশি সাঁওতালি মাধ্যমের বিভিন্ন কোর্সে স্নাতকোত্তরে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা। এর জন্য সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইনে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ৩ সেপ্টেম্বর থেকে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ে আর্টস এবং সায়েন্স ফ্যাকাল্টির বিভিন্ন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন করতে পারবেন পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের তরফে প্রচলিত মাধ্যম, সাঁওতালি মাধ্যমের পাশাপাশি সেলফ-ফিন্যান্সিং কোর্সগুলিতেও পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। যে সমস্ত বিষয়ে এমএ/ এমএসসি/ এমএসডব্লিউ/ এলএমএম-এর সুযোগ রয়েছে, সেগুলি হল— বাংলা, এডুকেশন, ইংরেজি, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, সাঁওতালি, গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, উদ্ভিদবিদ্যা, জিও-ইনফরমেটিক্স, ভূগোল, আইন, সোশ্যাল ওয়ার্ক এবং মিউজ়িক। সেলফ-ফিন্যান্সিং কোর্সগুলির মধ্যে রয়েছে এমএ ইন জার্নালিজ়ম অ্যান্ড মাস কমিউনিকেশন এবং ইন্টিগ্রেটেড ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স-মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। বিশ্ববিদ্যালয়ের বাংলা, ইংরেজি এবং সাঁওতালি বিভাগে রয়েছে সর্বাধিক সংখ্যক আসন, ১০২টি। বিশ্ববিদ্যালয় অধীনস্থ কলেজগুলির বিভিন্ন বিভাগেও রয়েছে বেশ কিছু সংখ্যক আসন।

বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তির জন্য পড়ুয়াদের বাংলায় বিএ (অনার্স)-তে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর থাকতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য কিছুটা ছাড় থাকবে। একই ভাবে বাকি বিষয়গুলির জন্যও রয়েছে যোগ্যতার ভিন্ন মাপকাঠি।

আগ্রহীদের এর জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনের জন্য কোনও অর্থমূল্য জমা দিতে হবে না। আগামী ১৭ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিভাগেই মেধার ভিত্তিতে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে স্নাতকোত্তরের ক্লাস শুরু হবে ৩ অক্টোবর থেকে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে হবে।

আরও পড়ুন
Advertisement