Asansol Durgapur Development authority

আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি কর্মী নিয়োগ করবে, কবে ইন্টারভিউ?

২০ জানুয়ারি ২০২৩ সকাল ১১টা ৩০ মিনিট থেকে ইন্টারভিউ শুরু হবে। আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির অফিসে ইন্টারভিউ হবে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৩ ১৮:০৫
আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি।

আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি। প্রতীকী ছবি।

আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথারিটির তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্য সরকারের অধীনস্থ এই সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। এই বিষয়ে বিস্তারিত দেখে নিন।

১ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ হবে। অফিসার অন স্পেশাল ডিউটি (ইসিএল) পদে অবসরপ্রাপ্ত কর্মীদের নিয়োগ করা হবে।

Advertisement

ষাট থেকে চৌষট্টি বছরের মধ্যে হতে হবে আবেদনকারীর বয়স।২০ জানুয়ারি ২০২৩ সকাল ১১টা ৩০ মিনিট থেকে ইন্টারভিউ শুরু হবে। আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির অফিসে ইন্টারভিউ হবে।

পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসে কাজ করেছেন যে সমস্ত ব্যাক্তি বা ভূমি এবং ভূমি সংস্কার দফতরে (ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস) কাজ করেছেন, তাঁরা এই পদে চাকরির জন্য আবেদন জানতে পারবেন।

ইচ্ছুক প্রার্থীদের ২০ জানুয়ারি সকাল ১১টা ৩০ মিনিটের মধ্যে বিস্তারিত তথ্য-সহ আবেদনপত্র, বয়সের প্রমাণপত্র, আগে কাজ করার অভিজ্ঞতার নথি এবং প্রয়োজনীয় কাগজপত্র ইন্টারভিউয়ের দিন নিয়ে যেতে হবে।

এই বিষয়ে বিস্তারিত জানতে আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির ওয়েবসাইটে (https://addaonline.in/) যান।

Advertisement
আরও পড়ুন