Ordinance Factory

মাধ্যমিক পাশেই অর্ডন্যান্স ফ্যাক্টরিতে ১৭৯৩ পদে নিয়োগ, আবেদন করবেন কী ভাবে?

অর্ডন্যান্স ফ্যাক্টরিতে ১৭৯৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ট্রেডসম্যান মেট এবং ফায়ারম্যান নিযুক্ত করা হবে এই শূন্যপদগুলিতে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৪৮
অর্ডন্যান্স ফ্যাক্টরিতে চাকরির সুযোগ।

অর্ডন্যান্স ফ্যাক্টরিতে চাকরির সুযোগ। প্রতীকী ছবি।

কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে অর্ডন্যান্স ফ্যাক্টরিতে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে আর্মি অর্ডন্যান্স কর্পস-এর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেনে নিন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য।

ট্রেডসম্যান মেট এবং ফায়ারম্যান পদে নিয়োগ করা হবে। ট্রেডসম্যান মেট-এ ১২৪৯টি শূন্যপদ রয়েছে। ফায়ারম্যানের জন্য ৫৪৪টি শূন্যপদ রয়েছে। উভয় পদে আবেদনের জন্য ১৮ থেকে ২৫ বছরের মধ্যে বয়স হওয়া প্রয়োজন। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণি পাশ হতে হবে। ভারত/ নেপাল/ ভুটানের নাগরিক হতে হবে।

Advertisement

আবেদন প্রক্রিয়া:

ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে aocrecruitment.gov.in এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। ওয়েবসাইটে ৪ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, সেই অনুয়ায়ী ২১ দিনের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ওয়েবসাইটটি দেখুন— aocrecruitment.gov.in।

আরও পড়ুন
Advertisement