Staff Selection Commission

এসএসসি সিজিএল পরীক্ষায় আবেদন জানানো যাবে আগামী ৮ অক্টোবর পর্যন্ত

যাঁরা আবেদন জানাতে চান, তাঁরা এসএসসি-এর সরকারি ওয়েবসাইট-ssc.nic.in.-এ গিয়ে আবেদন জানাতে পারেন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২২ ১৮:৩৮
এসএসসি সিজিএল পরীক্ষা

এসএসসি সিজিএল পরীক্ষা সংগৃহীত ছবি

এসএসসি সিজিএল পরীক্ষায় আগামী ৮ অক্টোবর পর্যন্ত অনলাইন মাধ্যমে আবেদন জানানো যাবে। যে আগ্রহী প্রার্থীরা এখনও যোগ্য কিন্তু এখনও আবেদন জানাননি, তাঁরা শেষ মুহূর্তের ভিড় এড়াতে যত দ্রুত সম্ভব আবেদন জানিয়ে ফেলুন। যাঁরা আবেদন জানাতে চান, তাঁরা এসএসসি-এর সরকারি ওয়েবসাইট-ssc.nic.in.-এ গিয়ে আবেদন জানাতে পারেন।

গত ১৭ সেপ্টেম্বর এসএসসি সিজিএল-এর নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল।

Advertisement

যে গুরুত্বপূর্ণ দিনগুলি মনে রাখতে হবে সেগুলি হল—

অনলাইনে আবেদন জানানোর শেষ দিন :৮ অক্টোবর

অফলাইন চালান সংগ্রহ করা যাবে : ৮ অক্টোবর রাত ১১ টা পর্যন্ত

অনলাইন আবেদনের জন্য বরাদ্দ মূল্য জমা করা যাবে: ৯ অক্টোবর রাত ১১ টা পর্যন্ত

ব্যাঙ্ক চলাকালীন সময়ে চালানের মাধ্যমে আবেদনমূল্য জমা করা যাবে:১০ অক্টোবর পর্যন্ত

আবেদনপত্রের ভুলগুলি শুধরে নেওয়া যাবে: ১২ অক্টোবর থেকে ১৩ অক্টোবর রাত ১১ টা পর্যন্ত

প্রথম স্তরের কম্পিউটার ভিত্তিক পরীক্ষার (সম্ভাব্য সময়): ডিসেম্বর মাস

দ্বিতীয় স্তরের কম্পিউটার ভিত্তিক পরীক্ষার সময় এখনও জানানো হয়নি।

শূন্যপদ

সম্ভবত মোট শূন্যপদের সংখ্যা ২০০০০। তবে কমিশনের পক্ষ থেকে কিছু নিশ্চিত ভাবে জানানো হয়নি। যদি কিছু জানানো হয়, সেটি কমিশনের ওয়েবসাইট থেকে জানা যাবে।

পরীক্ষার্থীরা কী ভাবে আবেদন জানাবেন?

১. প্রথমেই স্টাফ সিলেকশন কমিশনের সরকারি ওয়েবসাইট-https://ssc.nic.in/-এ যেতে হবে।

২. এ বার হোমপেজের নিউজ-এ গিয়ে প্রাসঙ্গিক লিঙ্কটি খুঁজতে হবে।

৩. এর পর রেজিস্টার করতে হবে নিজেদের লগ ইন ডিটেলস তৈরি করার জন্য।

৪. এ বার আবার লগ ইন করে ফর্মটি যথাযথ ভাবে পূরণ করে, প্রয়োজনীয় নথি আপলোড করে, আবেদনমূল্যটি জমা দিয়ে দিতে হবে।

৫. ফর্ম জমা দেওয়ার পর সেটির একটি প্রিন্ট আউট নিজেদের কাছে রাখতে হবে।

আরও পড়ুন
Advertisement