UPSC Result 2023

ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষায় বাংলার বহু নাম

মঙ্গলবার প্রকাশিত হল ইউপিএসসি পরীক্ষার চূড়ান্ত ফলাফল। এই পরীক্ষায় প্রথম হয়েছেন আদিত্য শ্রীবাস্তব। দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছেন অনিমেষ প্রধান ও দোনুরু অনন্যা রেড্ডি।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ ১৮:৩৭

সংগৃহীত চিত্র।

প্রকাশিত হয়েছে (ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন) ইউপিএসসি-র সিভিল সার্ভিস পরীক্ষার ফলাফল। এই তালিকায় নজর কেড়েছে বাংলা। মোট ১৩ জনের নাম রয়েছে বাংলা থেকে। এর মধ্যে নজর কেড়েছেন দার্জিলিং জেলা থেকে জয়শ্রী প্রধান। সারা দেশে তাঁর স্থান ৫২। ওই তালিকায় জায়গা করে নিয়েছেন সত্যেন্দ্রনাথ সিভিল সার্ভিস স্টাডি সেন্টার থেকে প্রশিক্ষণ প্রাপ্ত আর‌ও সাত জন।

Advertisement

তাঁরা হলেন, অঙ্কিত আগরওয়াল (২৫৭), ভারতী দত্ত (৩৪৬), গৌতম ঠাকুরি (৩৯১), অনুষ্কা সরকার (৪২৬), রিমিতা সাহা (৫৬৬), পারমিতা মালাকার (৮১২), মহঃ বুরহান জামান (৮২২)।

মঙ্গলবার প্রকাশিত হল ইউপিএসসি পরীক্ষার চূড়ান্ত ফলাফল। এই পরীক্ষায় প্রথম হয়েছেন আদিত্য শ্রীবাস্তব। দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছেন অনিমেষ প্রধান ও দোনুরু অনন্যা রেড্ডি।

২০২৩ সালের সেপ্টেম্বরে লিখিত পরীক্ষা এবং ২০২৪ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত পার্সোনালিটি টেস্ট হয়েছিল, সেটার ভিত্তিতে এ বার ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস), ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস), ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস) সেন্ট্রাল সার্ভিসেস গ্রুপ ‘এ’ এবং সেন্ট্রাল সার্ভিসেস গ্রুপ ‘বি’ পদে নিয়োগের জন্য ১,০১৬ জনের নাম সুপারিশ করা হয়েছে। পাশাপাশি সংরক্ষিত তালিকা ও তৈরি করা হয়েছে। তালিকায় ইউপিএসসি-র ২৪০ জনের নাম রয়েছে।

Advertisement
আরও পড়ুন