চিত্রকলা ও ভাস্কর্য ২

শিশুকে কোলে নিয়ে সন্ত্রস্ত মা

সম্প্রতি গগনেন্দ্র প্রদর্শশালায় জয়ন্ত বেরার ষষ্ঠ একক প্রদর্শনী অনুষ্ঠিত হল। শিরোনাম: ‘ফাইট ফর নেচার’। তিনি এঁকেছেন নিসর্গের ছবি এবং জীবনের ছবিও। তাঁর রূপায়ণের সাধারণ চরিত্র অভিব্যক্তিবাদী। বিষবাষ্পে আচ্ছন্ন হয়ে আছে প্রকৃতি। বেশ কিছু চিত্রপটে রয়েছে এই দৃশ্য।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৪ ০০:০১

সম্প্রতি গগনেন্দ্র প্রদর্শশালায় জয়ন্ত বেরার ষষ্ঠ একক প্রদর্শনী অনুষ্ঠিত হল। শিরোনাম: ‘ফাইট ফর নেচার’। তিনি এঁকেছেন নিসর্গের ছবি এবং জীবনের ছবিও। তাঁর রূপায়ণের সাধারণ চরিত্র অভিব্যক্তিবাদী। বিষবাষ্পে আচ্ছন্ন হয়ে আছে প্রকৃতি। বেশ কিছু চিত্রপটে রয়েছে এই দৃশ্য। বিশ্লিষ্ট, ভঙ্গুর হয়ে যাচ্ছে মানুষের মুখ। শিশুটিকে কোলে নিয়ে ভীত, সন্ত্রস্ত হয়ে আছে মা। পরিবেশ দূষণের এ রকম প্রতীকী আলেখ্যের ভিতর দিয়ে শিল্পী সমুদ্যত সংকটের বিরুদ্ধে তাঁর দুর্ভাবনা ব্যক্ত করেছেন। ভাবনার ঐকান্তিকতা প্রদর্শনীটিকে তাৎপর্যপূর্ণ করেছে।

Advertisement

প্রদর্শনী

চলছে

সিমা: ‘আর্ট ইন লাইফ’ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

অ্যাকাডেমি: প্রবাল রায়, সমরজিৎ বিশ্বাস প্রমুখ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

নির্মল রায়, শ্রীনিবাস লেংকা, তপন দাস ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

‘বঙ্গীয় সঙ্গীত পরিষদ’-এর প্রদর্শনী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement