চিত্রকলা ও ভাস্কর্য ২

শিল্পীর তুলিতে রামকিঙ্করের মুখাবয়ব

সম্প্রতি অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হল বহরমপুর নিবাসী স্বশিক্ষিত তরুণ শিল্পী গৌর গোপাল ভৌমিকের দ্বিতীয় একক প্রদর্শনী। ১০টি কালি-কলমে আঁকা বিখ্যাত মানুষের মুখাবয়ব, ১২টি জলরঙের রচনা।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৪ ০০:০১

সম্প্রতি অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হল বহরমপুর নিবাসী স্বশিক্ষিত তরুণ শিল্পী গৌর গোপাল ভৌমিকের দ্বিতীয় একক প্রদর্শনী। ১০টি কালি-কলমে আঁকা বিখ্যাত মানুষের মুখাবয়ব, ১২টি জলরঙের রচনা। কালি-কলমের ছবিগুলো থেকে বোঝা যায় স্বাভাবিকতাবাদী অঙ্কনে তিনি যথেষ্ট দক্ষতা অর্জন করেছেন। রামকিঙ্করের মুখাবয়বচিত্রটি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে এই প্রবাদপ্রতিম শিল্পীর ব্যক্তিত্বের সুচারু রূপায়ণের জন্য। জলরঙে নিসর্গের পাশাপাশি তিনি এঁকেছেন জীবনসংগ্রামের নানা দৃশ্য। জীবনবোধ ও নন্দনবোধের সুচারু সম্মিলনের ইঙ্গিত আছে তাঁর ছবিতে।

Advertisement


প্রদর্শনী

চলছে

সিমা: ‘আর্ট ইন লাইফ’ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

ইমামি চিজেল: ‘জার্নি বিয়ন্ড’ আজ শেষ।

লা মেরে: ‘ফ্রিডম, ২০১৪’ কাল শেষ।

কেমোল্ড: ‘মনসুন শো’ ৫ সেপ্টেম্বর পর্যন্ত।

অ্যাকাডেমি: শ্যামলী পাল, সুব্রত পাল ৮ সেপ্টেম্বর পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement