চিত্রকলা ও ভাস্কর্য ২

শুরু থেকেই আছে প্রচ্ছন্ন নাটকীয়তা

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ১২ জুলাই ২০১৪ ০০:৪০

চিন্ময় চক্রবর্তী ও প্রদীপ চৌধুরী একসঙ্গে প্রদর্শনী করলেন সম্প্রতি কেমোল্ড গ্যালারিতে। স্বাভাবিকতার আঙ্গিকে অত্যন্ত দক্ষ চিন্ময় স্বাভাবিকতা ভাঙতে ভাঙতে নৈর্ব্যক্তিক গাণিতিক শুদ্ধতায় পৌঁছতে চেষ্টা করেছেন। এরই ফসল তাঁর এবারের অ্যাক্রিলিকে আঁকা বর্গাকার ছোট ছবিগুলি। প্রদীপ খবরের কাগজের উপর বর্ণলেপনে কাগজে অবস্থিত চিত্রকল্প ও নতুন ভাবে গড়ে তোলা রূপকল্প— এই দুইয়ের টানাপোড়েনের জঙ্গমতা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছেন। দুজনের ছবিতেই প্রচ্ছন্ন নাটকীয়তা আছে কিন্তু তা আখ্যান-নিরপেক্ষ।

Advertisement

প্রদর্শনী

চলছে

সিমা:গ্রীষ্মের প্রদর্শনী ২ অগস্ট পর্যন্ত।

আলতামিরা: টিঙ্কু বন্দ্যোপাধ্যায় আজ শেষ।

মাইরেজ: মিঠুন দাস, সৌরভ পাল প্রমুখ কাল শেষ।

গগনেন্দ্র প্রদর্শশালা: ‘লাইট অ্যান্ড শেড’ কাল শেষ।

সাউথ সিটি: সমর বসাক ১৪ জুলাই পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement