বাঙালির পার্বণকথা

বাংলার পুজোপার্বণ, উৎসব নিয়ে অজস্র বই-প্রবন্ধ লেখা হয়েছে। অশোক মিত্র সম্পাদিত পশ্চিমবঙ্গের পূজা পার্বণ ও মেলা প্রকাশের অর্ধশতাব্দী পরেও আকরসূত্রের মর্যাদাবাহী।

Advertisement
শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৫ ০০:০০

বাংলার পুজোপার্বণ, উৎসব নিয়ে অজস্র বই-প্রবন্ধ লেখা হয়েছে। অশোক মিত্র সম্পাদিত পশ্চিমবঙ্গের পূজা পার্বণ ও মেলা প্রকাশের অর্ধশতাব্দী পরেও আকরসূত্রের মর্যাদাবাহী। সেই তালিকায় নতুন সংযোজন প্রবীণ গবেষক প্রদ্যোতকুমার মাইতির উৎসব, বিনোদন, পূজাচার ও অনুষ্ঠানাদির আঙিনায় বাংলা (পুস্তক বিপণি, ৫৫০.০০)। সাতশো পাতার এই বইয়ে মূলত পশ্চিমবঙ্গের শৈব, বৈষ্ণব, শাক্ত উৎসবের সঙ্গে শস্যোৎসব, লৌকিক ও আঞ্চলিক দেবদেবীর উৎসব, জনজাতীয় উৎসব, ধর্মীয় গুরুদের নিয়ে উৎসবের উৎস ও ইতিহাসের সঙ্গে নিবিড় ক্ষেত্রানুসন্ধানের ভিত্তিতে কোন জেলার কোথায় এই সব উৎসবের প্রচলন তারও বিবরণ। আছে লৌকিক খেলাধুলা ও অন্যান্য বিনোদন, আচার-অনুষ্ঠান ও সংস্কার, উর্বরতা বৃদ্ধির দেবদেবী ও তাদের পূজাচারের কথা। সবথেকে উল্লেখযোগ্য, এখানে সংযোজিত হয়েছে চারটি গুরুত্বপূর্ণ অংশ: মুসলিম উৎসব, আচার-সংস্কার ও লোকবিশ্বাসে মুসলিম সমাজ, পির পূজা ও উৎসব, এবং লোকসংস্কৃতির আঙিনায় সাম্প্রদায়িক সংস্কৃতির কথা। সবেবরাত, মহরম, ইদল ফিতর, ইদুজ্জোহা, ফতেয়া দোয়াজ দাহম, ফতেয়া ইয়াজ দাহম এবং চেহলাম উৎসবের আলোচনা, পরে লোকাচারের সঙ্গে নানা জেলায় পিরের দরগার বিবরণ মূল্যবান।

Advertisement
আরও পড়ুন
Advertisement