চিত্রকলা ও ভাস্কর্য ২

ফুটে ওঠে জীবনেরই আলো অন্ধকার

সুচ, সুতো আর কাপড়— এই তিনের সমন্বয়ে অসামান্য আধুনিকতাবাদী মননের শিল্পসৃষ্টি করেছেন গোপিকা নাথ। প্রদর্শনী হল গ্যালারি সংস্কৃতিতে। শিরেনাম ‘দ্য পিয়ার্সিং নিড্ল’।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৬ ০০:০০

সুচ, সুতো আর কাপড়— এই তিনের সমন্বয়ে অসামান্য আধুনিকতাবাদী মননের শিল্পসৃষ্টি করেছেন গোপিকা নাথ। প্রদর্শনী হল গ্যালারি সংস্কৃতিতে। শিরেনাম ‘দ্য পিয়ার্সিং নিড্ল’। সঙ্গে তিনি ব্যবহার করেছেন রং-তুলি, ডিজিটাল ইমেজ, চায়ের জলের ছাপও। সব মিলে গড়ে ওঠা এই বিমূর্ত চিত্রকল্পে অভিব্যক্ত হয়েছে জীবনের ও মননের নানা আলো অন্ধকার। প্রথাগত সূচিশিল্পকে উত্তর-আধুনিক রূপায়ণ পদ্ধতিতে অভিষিক্ত করেছেন শিল্পী।

Advertisement

প্রদর্শনী

চলছে

অ্যাকাডেমি: • চিন্ময় চক্রবর্তী, প্রদীপ চৌধুরী, প্রদীপ মজুমদার ৫ পর্যন্ত।

মণীষা,বিকাশ, প্রিয়াঙ্কা, ধ্রুবজ্যোতি প্রমুখ ৫ পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement