চিত্রকলা ও ভাস্কর্য ২

পরিশীলিত আঙ্গিকের পরিচয়

সাইফার নামে দলের অন্তর্গত চার শিল্পী একসঙ্গে প্রদর্শনী করলেন সম্প্রতি অ্যাকাডেমিতে। এঁদের মধ্যে ইরাবতী বিশিষ্ট ভাস্কর। বিভিন্ন আঙ্গিকে তিনি ভাস্কর্য করেছেন। পরিত্যক্ত যন্ত্রাংশ দিয়ে করা ভাস্কর্যটি বিশেষ ভাবে দৃষ্টি আকর্ষণ করে।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৪ ০০:০১

সাইফার নামে দলের অন্তর্গত চার শিল্পী একসঙ্গে প্রদর্শনী করলেন সম্প্রতি অ্যাকাডেমিতে। এঁদের মধ্যে ইরাবতী বিশিষ্ট ভাস্কর। বিভিন্ন আঙ্গিকে তিনি ভাস্কর্য করেছেন। পরিত্যক্ত যন্ত্রাংশ দিয়ে করা ভাস্কর্যটি বিশেষ ভাবে দৃষ্টি আকর্ষণ করে। চঞ্চল বন্দ্যোপাধ্যায় জলরঙে নিসর্গ এঁকেছেন, সন্তোষ সাহু স্বাভাবিকতা ভেঙে নানা আঙ্গিকে কাজ করেছেন। রিকশাচালক-এর ছবিটিতে পরিশীলিত আঙ্গিকের পরিচয় রয়েছে। পি চিত্রকরের রচনাও নিসর্গধর্মী। নিসর্গকে বিমূর্তায়িত করেছেন।

Advertisement

প্রদর্শনী

চলছে

অ্যাকাডেমি: শঙ্কর চট্টোপাধ্যায় ১১ অগস্ট পর্যন্ত।

সমর বসাক ১১ অগস্ট পর্যন্ত।

মৃণাল দে, জীবন বিশ্বাস প্রমুখ ১১ অগস্ট পর্যন্ত।

মায়া আর্ট স্পেস: ‘বাংলা কার্টুন’ ১৬ অগস্ট পর্যন্ত।

বিড়লা অ্যাকাডেমি: ‘বার্ষিক প্রদর্শনী ২০১৪’ ২৪ অগস্ট পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement