চিত্রকলা ও ভাস্কর্য ২

পুজোর উপকরণে ফুলের রূপকল্প

রাজীব দেয়াশি তাঁর অন্তরের অ্যাধাত্মিক আকুতিকে চিত্রে রূপান্তরিত করেন। পূজার উপকরণে গড়ে তোলেন ছবি। জবাফুল, ফুলের পাপড়ি, বেলপাতা তাঁর প্রতিমাকল্প নির্মাণের উপাদান। অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হল তাঁর একক।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৫ ০০:০১

রাজীব দেয়াশি তাঁর অন্তরের অ্যাধাত্মিক আকুতিকে চিত্রে রূপান্তরিত করেন। পূজার উপকরণে গড়ে তোলেন ছবি। জবাফুল, ফুলের পাপড়ি, বেলপাতা তাঁর প্রতিমাকল্প নির্মাণের উপাদান। অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হল তাঁর একক। এখানে ফুল পল্লব নির্মিত ছবির পাশাপাশি জ্যামিতিক প্রতীক-আশ্রিত যে তান্ত্রিক বিমূর্ততার রূপায়ণ করেছেন, সমকালীন বিমূর্ততার ধারাবাহিকতায় তা তাঁর নিজস্ব অনুভবের বিশেষ সংযোজন।

Advertisement

প্রদর্শনী

চলছে

অ্যাকাডেমি: • বিশ্বনাথ রায় আজ থেকে ৬ পর্যন্ত।

তপন কর্মকার আজ থেকে ৬ নভেম্বর পর্যন্ত।

তাজ বেঙ্গল: • প্রসেনজিৎ সান্যাল কাল শেষ।

আরও পড়ুন
Advertisement