চিত্রকলা ও ভাস্কর্য ২

নিবিষ্ট মননের পরিচয়

প্রবীর চক্রবর্তী দীর্ঘ দিন থেকে নিবিষ্টভাবে চিত্রচর্চা করছেন। অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হল তাঁর একক প্রদর্শনী। এ বারের ২৫টি ছবিতেও নানা প্রকরণে তিনি কাজ করেছেন। কোলাজের একটি বিশেষ ধরন তিনি অনেক সময়ই ব্যবহার করেন।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৪ ০০:০১

প্রবীর চক্রবর্তী দীর্ঘ দিন থেকে নিবিষ্টভাবে চিত্রচর্চা করছেন। অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হল তাঁর একক প্রদর্শনী। এ বারের ২৫টি ছবিতেও নানা প্রকরণে তিনি কাজ করেছেন। কোলাজের একটি বিশেষ ধরন তিনি অনেক সময়ই ব্যবহার করেন। মনোপ্রিন্টেও করেছেন কয়েকটি ছবি। জলরং ও অ্যাক্রিলিকের ব্যবহারেও তাঁর নিজস্ব বৈশিষ্ট্য আছে। যে মাধ্যম বা প্রকরণই ব্যবহার করুন না কেন, তিনি চেষ্টা করেন ঐতিহ্যগত রূপভাবনার প্রতিফলন ঘটাতে। সেদিক থেকে এ বারের প্রদর্শনীর অনেক ছবিতেই নিবিষ্ট মননের পরিচয় আছে।

Advertisement

প্রদর্শনী

চলছে

সিমা: আর্ট ইন লাইফ’ ৩০ পর্যন্ত।

বিড়লা অ্যাকাডেমি: দেবেন্দ্র সিংহ, শরৎ সিংহ কাল শেষ।

গ্যালারি ৮৮: ‘১৯ সেঞ্চুরি ওলিওগ্রাফস’ ১২ সেপ্টেম্বর পর্যন্ত।

অ্যাকাডেমি: ‘নন্দন শান্তিনিকেতন’- এর চিত্র প্রদর্শনী ৮ সেপ্টেম্বর পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement