পুস্তক পরিচয় ২

জনসমাজের সাংস্কৃতিক পরম্পরা

লোকায়ত সংস্কৃতির বহুবিচিত্র উপাদানের আলোচনায় বাংলার গ্রামীণ সংস্কৃতির বৈশিষ্ট্যকে অনুভব করা যায়। ইতিহাস, সাহিত্য, শিল্পকলা, ধর্ম-সহ আঞ্চলিক জীবনধারার লৌকিক রূপ বিভিন্ন প্রেক্ষিতেই তাৎপর্যবাহী। সে সমস্ত সংগ্রহ ও আলোচনায় জানা যায় সংস্কৃতির নানা প্রসঙ্গ।

Advertisement
শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৫ ০০:০২

লোকায়ত সংস্কৃতির বহুবিচিত্র উপাদানের আলোচনায় বাংলার গ্রামীণ সংস্কৃতির বৈশিষ্ট্যকে অনুভব করা যায়। ইতিহাস, সাহিত্য, শিল্পকলা, ধর্ম-সহ আঞ্চলিক জীবনধারার লৌকিক রূপ বিভিন্ন প্রেক্ষিতেই তাৎপর্যবাহী। সে সমস্ত সংগ্রহ ও আলোচনায় জানা যায় সংস্কৃতির নানা প্রসঙ্গ। মধ্যযুগের কবি কৃষ্ণরাম দাস রচিত ‘কালিকামঙ্গল’ পুথি সংগ্রহ করেন পুথিবিশারদ অক্ষয়কুমার কয়াল। লিপিকালের হিসেবে এই পুথি আড়াইশো বছরেরও বেশি প্রাচীন। পুথিটিতে মঙ্গলকাব্যের শিব-পার্বতীকেন্দ্রিক এবং বিদ্যাসুন্দরের প্রণয়কথা ছাড়া আছে লৌকিক ও পৌরাণিক দু’টি উপাখ্যান। ভানুমতী-বিক্রমাদিত্য এবং প্রভাবতী-প্রদ্যুম্ন কাহিনির অভিনবত্বে এই পুথিটি গুরুত্বপূর্ণ। কৃষ্ণরাম দাসের কালিকামঙ্গল (বঙ্গীয় সাহিত্য সংসদ, ২০০.০০) পাঠোদ্ধার ও আলোচনাক্রমে সম্পাদনা করেছেন সনৎকুমার নস্কর।

সরল প্রকাশভঙ্গিতে ছড়ার আবেদন সর্বজনীন। লোকসাহিত্য চর্চা-গবেষণায় ছড়ার বহুস্তরীয় বৈশিষ্ট্য আলোচনার ধারায় অন্যতম সংযোজন বরুণকুমার চক্রবর্তী সম্পাদিত বাংলা ছড়া পরিক্রমা (অক্ষর প্রকাশনী, ৩০০.০০)। দুই বাংলার আটত্রিশ জন লেখকের আলোচনায় ছড়ার স্বরূপ ও ইতিহাস, পদ্ধতি ও পরম্পরা, ভাষা ও ছন্দ, প্রকরণ ও প্রতিবিম্বন, নাগরিক ও প্রায়োগিক বিষয়ে ছড়া-চর্চা সমৃদ্ধতর হয়েছে।

Advertisement

বেঙ্গমা পাখির পালক, জ্যোৎস্নাবতী, যমুনাবতী, রাজার বিচার, কাক ও ইঁচলি মাছ— এমন নানা আঞ্চলিক লোককথা সংকলন শান্তি সিংহ রচিত লালমাটির লোককথা (জিজ্ঞাসা পাবলিশিং হাউস, ১৫০.০০)। এ সবে আঞ্চলিক জনপদ, নদী, পাহাড়ের সঙ্গে আবহমান জনসমাজের আশা-আকাঙ্ক্ষা, চাওয়া-পাওয়ার গল্প মিশে কল্পজগতের কাহিনি তৈরি হয়েছে।

এ বঙ্গে লোকনাট্যের যে বৈচিত্র, তাতে নারীচরিত্রের অভিনয় অন্যতম তাৎপর্যবাহী। উত্তর ও দক্ষিণবঙ্গের সাংস্কৃতিক প্রেক্ষাপটে নারীচরিত্রের ভূমিকা আলোচনায় তানিয়া গোলদার রচনা করেছেন লোকনাট্যের নারীশিল্পীরা (রাঢ় প্রকাশন, ১০০.০০)। অষ্টক, ভাঁড়যাত্রা, খন, আলকাপ, মনসার ভাসান, লেটো ইত্যাদি অজস্র লোকনাট্যে মহিলা শিল্পীদের তথ্য-বিবরণ আছে এই বইতে। আছে নারীবেশে পুরুষশিল্পীদের তথ্যও।

সর্বজিৎ যশ সম্পাদিত বর্ধমান জেলার ঘাটের কথা (বর্ধমান ইতিহাস ও পুরাতত্ত্ব চর্চা কেন্দ্র, ২০০.০০) একটি স্বতন্ত্র প্রয়াস। বহমান নদীপথে ঘাটের ভূমিকা ও জনজীবনে তার প্রভাবের কথা আছে ভিন্ন ভিন্ন লেখকের লেখায়। দামোদর, ভাগীরথীর প্রবাহধারার পাশাপাশি দিঘি ও পুকুরঘাটের ইতিহাস আলোচনা আঞ্চলিক চর্চা-গবেষণায় গুরুত্বপূর্ণ।

সুভাষ রায় সম্পাদিত পুরুলিয়ার লৌকিক দেবদেবী (রাঢ় প্রকাশন, ১৫০.০০) বইতে জেলাকেন্দ্রিক ভিন্ন ভিন্ন বিষয় আলোচিত হলেও, বৃহত্তর রাঢ়বঙ্গের সাংস্কৃতিক প্রতিফলন আছে। গ্রামীণ জনমানসের লৌকিক দেবদেবী-কেন্দ্রিক পুজো-আচারের বৈশিষ্ট্য আলোচনায় আদিবাসী দেবী জাহের এরা-সহ রঙ্কিণী, ভাদু, টুসু, গরাম, ইর্গুনাথ, কুদরা ইত্যাদির বর্ণনা এবং থানা-ভিত্তিক লৌকিক দেবদেবীর প্রয়োজনীয় তথ্য-সারণি সমৃদ্ধ এই বই।

‘প্রবাসী’ সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় বৈশাখ ১৩২২ সংখ্যায় ‘হারামণি’ প্রসঙ্গে লিখেছিলেন, ‘এই বিভাগে আমরা অজ্ঞাত অখ্যাত প্রাচীন কবির বা নিরক্ষর স্বল্পাক্ষর গ্রাম্য কবির উৎকৃষ্ট কবিতা ও গান ইত্যাদি সংগ্রহ করিয়া প্রকাশ করিব।’ এ বার হারামণি/একটি প্রবাসী সংকলন (দৃশী পাবলিশার্স, ৭৫.০০) প্রকাশিত হল। রবীন্দ্রনাথ ঠাকুর, ক্ষিতিমোহন সেন, রমেশচন্দ্র দত্ত, করুণাময় গোস্বামী, সুনীতিকুমার চট্টোপাধ্যায় প্রমুখ সংগ্রহ করেছিলেন স্বল্পখ্যাত মানুষের বিচিত্র সৃষ্টিকে।

‘প্রবাসী’ পত্রিকায় প্রকাশিত গ্রামীণ সংগীতের সংকলন প্রত্যূষকুমার রীত সংকলিত ও সম্পাদিত হারামণি ও মণিহার: প্রসঙ্গ প্রবাসী (নান্দনিক, ২০০.০০)। হারামণি ছাড়া অন্য সংগীত বিষয়ক ভিন্ন ভিন্ন লেখকের রচনা ও গানের নমুনা সংকলিত হয়েছে। এ ছাড়া ‘প্রবাসী’তে প্রকাশিত সংগীত বিষয়ক, লোকসংগীত বিষয়ক এবং লোকসাহিত্যের রচনার তালিকাও আছে পরিশিষ্টে। বাউল গান নিয়ে চর্চা ও প্রচারে ‘প্রবাসী’ পত্রিকার উল্লেখ্য ভূমিকা ছিল। ‘প্রবাসী’তে প্রকাশিত বিষয়ভিত্তিক আলোচনায় প্রবাসী ও বাউল গান (দে পাবলিকেশনস, ১৫০.০০) রচনা করেছেন পারিজাত মজুমদার। আলোচ্য বিষয়ে বাউল গান সংগ্রহ ও সংকলন প্রসঙ্গ, গানের সংকলন ছাড়াও ‘প্রবাসী’তে প্রকাশিত বাউল গানের সূচি প্রণয়নের প্রয়াস রয়েছে।

তারাপদ সাঁতরা স্মারক নিধি প্রকাশিত ‘পুরালোকবার্তা’-র (সম্পাদক: সোমনাথ রায়, ৪০০.০০) ষষ্ঠ বার্ষিক সংখ্যা ২০১৪-২০১৫-তে গুরুত্বপূর্ণ অংশ লুপ্ত বা লুপ্তপ্রায় লোকশিল্প নিয়ে একাধিক রচনা। এ ছাড়া, আঞ্চলিক ইতিহাস, প্রত্নতত্ত্ব, নৃতত্ত্ব, আত্মকথা, স্মৃতিতর্পণ ইত্যাদি একাধিক বিষয়ভিত্তিতে বৃহদায়তনের এই সংখ্যা।

‘সহজিয়া’ (সম্পাদক: মধুসূদন মুখোপাধ্যায়, ১৫০.০০) সংকলনের বহুবিচিত্র লেখার মধ্যে পূর্ব মেদিনীপুরের কীর্তনীয়া গৌরহরি দাসের মরমী আত্মকথন ছাড়া উপলব্ধি ও অভিজ্ঞতায় শেখ মকবুল ইসলাম ও রফিকুল ইসলামের লেখা উল্লেখ্য। আছে লেটো পালাকার হরকুমার গুপ্ত-র ‘পচা-পটলা’ পালা। আত্রেয়ী মুখোপাধ্যায়ের ‘দিগ্বিজয়’-এ সূক্ষ্ম অনুভূতির ছোঁয়া।

বাংলার দুর্গোৎসবের পারিবারিক পূজার্চনায় ঐতিহ্যের সঙ্গে মিশে থাকে দীর্ঘকালীন নিয়ম-রীতি-আচারের স্বতন্ত্র বিষয়। বৃহত্তর জনসমাজের সাংস্কৃতিক পরম্পরায় এই সমস্ত পারিবারিক পুজোর কথা আটত্রিশটি লেখায় ভিন্ন ভিন্ন লেখক আলোচনা করেছেন। ‘বড়োবাড়ির দুর্গাপুজো’ বিষয়কেন্দ্রিক ‘টেরাকোটা’ (সম্পাদক: প্রদীপ কর ও তুলসীদাস মাইতি, ১৮০.০০) পত্রিকা বহুবিচিত্র তথ্যসম্ভারে সমৃদ্ধ।

আরও পড়ুন
Advertisement