চিত্রকলা ও ভাস্কর্য ২

জীবনের অন্তর্লীন রহস্য

কিরণ দীক্ষিত থাপার শান্তিকেতনে প্রশিক্ষিতা একজন প্রবীণ ভাস্কর। তাঁর শেখার সুযোগ হয়েছিল বিনোদবিহারী মুখোপাধ্যায় ও রামকিঙ্করের কাছে। সম্প্রতি ভাস্কর্য ও ছবির একক প্রদর্শনী করলেন বিড়লা অ্যাকাডেমিতে।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৪ ০০:০১

কিরণ দীক্ষিত থাপার শান্তিকেতনে প্রশিক্ষিতা একজন প্রবীণ ভাস্কর। তাঁর শেখার সুযোগ হয়েছিল বিনোদবিহারী মুখোপাধ্যায় ও রামকিঙ্করের কাছে। সম্প্রতি ভাস্কর্য ও ছবির একক প্রদর্শনী করলেন বিড়লা অ্যাকাডেমিতে। ১৯৬০-এর দশকে প্রতিষ্ঠাপ্রাপ্ত এই মানবী-ভাস্করের কাজে রামকিঙ্করের জীবন্ময় উত্তরাধিকারের মধ্যেও নিজস্ব এক অন্তর্দৃষ্টি উন্মীলিত হয়। পারিপার্শ্বিক জীবন, মাটির কাছাকাছি কর্মিষ্ঠ মানুষের সুখ-দুঃখ হয়ে ওঠে তাঁর ব্রোঞ্জে গড়া ভাস্কর্যগুলির বিষয়। দৈনন্দিনতার ভিতর মেলে ধরেন জীবনের অন্তর্লীন রহস্যকে।

Advertisement

প্রদর্শনী

চলছে

সিমা: গ্রীষ্মের প্রদর্শনী ২ অগস্ট পর্যন্ত।

অ্যাকাডেমি: শিবানী সেনগুপ্ত, সিদ্ধার্থ সেনগুপ্ত ২১ জুলাই পর্যন্ত।

উজ্জ্বল দেবনাথ ২৮ জুলাই পর্যন্ত।

সাউথ সিটি: শুভঙ্কর হালদার ৩১ জুলাই পর্যন্ত।

বিড়লা অ্যাকাডেমি: ‘বার্ষিক প্রদর্শনী ২০১৪’ ২৪ অগস্ট পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement